![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় নেই-রে ভাই এখন আর আগের মতো একদম সময় নেই। যন্ত্রণাময় এই জীবনের অপূরণীয় দিন যে বাকিটা কিভাবে কাটবে বুঝতেই পারছি-না। সময় আসে আবার চলে যায় কেন যে স্থির হয়ে থাকে না বুঝতে-ই পারি না। বয়স যতই বাড়ছে ততই বুক-টা খেপে খেপে উঠছে, এই বুঝি মৃত্যু-টা আরও কাছে চলে আসলো, তাই বলে আমার দিনরাত্রি এক হয়েই গেলো। আর ক'দিন মাত্র, তারপর-তো মাটির সাথে মিশতেই হবে, তাই ভয় পেয়ে নিজের মনকে আর দুর্বল করি-না। জানি জীবন-টা যে ঝরাপাতার মতো ক্ষণস্থায়ী রুপে রুপজ্জিত। জন্ম যখন হয়ে-ছে এই ভুবনে তাহলে মৃত্যু নিশ্চিত ঐ-পাড়ে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩
SD Ovi বলেছেন: খুব সুন্দর মন্তব্য করলেন, ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: মৃত্যুকে ভয় পেলে চলবে কেন?
মৃত্যু আসবেই, মৃত্যু অবধারিত, মৃত্যু নিশ্চিত।
জীবন খুবই ছোট। এই জন্যই তো জীবনের জন্য এত হাহাকার।
শুভকামনা রইল।