নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
পক্ষান্তরে, একটা ব্যথাই সত্য হয়ে থাকে।
বিগত যৌবনের উল্লাসিত দিনগুলোর সুখ-
কেবল স্মৃতির পাতায় হিজিবিজি দাগ।
বিচ্ছেদ কিংবা মিলন- কোনটার মাহত্ত্ব প্রকটিত হয় না
বর্তমান জীবনের ছকবাঁধা প্রেষিত আত্মার কাছে।
বরং, কাগজ-কলম নিয়ে হিসেব-নিকেষ কষতে বসা মানুষটা জানে-
ডেবিট-ক্রেডিট শেষে ফলাফল শূন্যতেই ঘোরেফেরে।
পক্ষান্তরে, একটা ব্যথাই সত্য হয়ে থাকে।
নিয়তির অমোঘ ভবিতব্যে, মৃত্যুই মহান-
যেমন ঈশ্বর মহান তাঁর প্রেরিত স্তুতিতে।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
সুব্রত দত্ত বলেছেন: কঠিন হতে পারে আবার খুব সহজও। ব্যথার কাছে কথার আর কতটুকুই বা জোর খাটে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: কবিতা মনের শান্তি দেয়।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
সুব্রত দত্ত বলেছেন: হুম কবিতা শান্তি দেয়। কিন্তু এটা ঠিক কবিতা হয়েছে কিনা জানা নেই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
ইব্রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
সুব্রত দত্ত বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা নিরন্তর।
১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২১
সুব্রত দত্ত বলেছেন: অনেক ধন্যবাদ। :-)
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
চাঙ্কু বলেছেন: একটা ব্যথাই সত্য হয়ে থাকে!! - কি কঠিন কথা!!