নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

ভারত সরকারকে বলছিঃ এখনো সময় আছে , থেমে যাও ! ধরাকে সরা জ্ঞান কর না ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬

ভারত ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস এর লাশ উপহার দিয়ে কী প্রমাণ করল ?

আমরাই বা কি করছি ??

এখনো মনে হয় কিছু মানুষ মনে করছেন, ভারতের বিরুদ্ধে কলম তুললে গুম, খুন হওয়ার ভয় আছে ?

হ্যা, আমারও তাই মনে হচ্ছে । কেননা এই সরকারের ভেতরেও ভারতের দালাল আছে বলে অনেকেই বলছেন । সেই ভয়েই কি তাহলে কেউ রা’ করতে চাচ্ছেন না ? কিন্তু আর কত কাল ?

লজ্জা হয় আমার নিজেরও ! সরকারি চেয়ারে থেকে শুধুমাত্র পরিবারের রুটি-রুজির তাগিদে চুপ থেকেছিলাম ( যদিও পরোক্ষভাবে নিজেকে সামলাতে না পেরে বহু ঝুকি নিয়ে কলম ধরেছি ) । কিন্তু এখন মনে হয়, মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আর কাপুরুষরে মত নয় !!

আমিও সেদিন আবু সাঈদ হতে চেয়েছিলাম । ২০২৫ এর এস এস সি পরীক্ষার্থী মেয়েটা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, “তাহলে আমাকেও সাথে নিয়ে চল” ।

আমি আবার দুর্বল হয়েছিলাম । এখন যেন মনে হচ্ছে, আর কারো কথা শুনব না । যা হয় হবে, ভারতকে কোন রকম ছাড় নেই ! নেই !! নেই-ই !!!!

মরতে হবেই । মানুষ মরে কয়বার ? একবারই তো । তাই আসুন, বার বার আওয়াজ তুলি । ভারতের মিথ্যা প্রোপাগান্ডার সকল প্রমাণ থাকার পরও এখনো তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের তাস খেলেই চলেছে সারা বিশ্বজুড়ে । আমরা তার প্রতিবাদ অব্যাহত রাখি ।
এখনো ১৪ বছরের কিশোরীকে হত্যা করে সে জানান দিতে চায়, আমাদের রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব নেই ।

আসুন ! আমরা সবাই প্রয়োজনে আবার আবু সাঈদ হয়ে মরি । তবু ভারতকে বার বার আমাদের নিয়ে খেলা করা বন্ধ করতেই হবে, আমাদের ভবিষ্যৎ প্রজম্নের স্বার্থে ।

আমরা যদি ঈমানের বলে বলিয়ান হই, ঐক্যবদ্ধ থাকি, তাহলে আল্লাহ আমাদের সহায় হবেন ইন শা আল্লাহ্ ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত এবং হাসিনার সব খেলা ব্যর্থ হচ্ছে এবং হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.