নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

ফ্যাসিবাদের দোষর ভারতের পাতানো নতুন ফাঁদ "ইসকন" । এই ফাঁদে কেউ পা দিবেন না যেন !

০২ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

সম্মানিত আলেম সমাজের কাছে বিনীত নিবেদন, আপনারা মসজিদে মসজিদে খুতবাহ দিয়ে সচেতন করুন জনগনকে ।

মনে রাখতে হবে হসিনার পতনের সাথে সাথে এই দেশের ম্যাক্সিমাম জনগন ভারতকেও ঐদিন পরাজিত করেছিল । তারা সেই গ্লানী সহ্য করতে না পেরে উন্মাদের মত সারা দুনিয়ায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প খাইয়ে আবারও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে । তাতেও কাজ হচ্ছে না বলে তারা “ইসকন” এর ফাঁদ পেতেছে । ভারতকে আর কোন নোংরামী করার সুযোগ আমরা দিব না , যদি আমরা জাতি , ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকি ।

সচেতন ছাত্র -জনতা যারা মাঠে সক্রিয় আছেন, তাদের জন্য নিবেদনঃ

আলু-ষ্টার-কালবেলার মত সরাসরি ভারতের দালাল মিডিয়ার বিপরীতে শক্তিশালী গণমাধ্যমের সাহায্যে ব্যাপক প্রচারনা ব্যতিত বাংলােদেশর চিরশত্রু ভারেতর গোদি মিডিয়া এবং তাদের এই দেশীয় সকল দেশদ্রোহী গাদ্দার দোষদের হাত থেকে ভারতের অপকৌশল রোধ করা যাবে না ।


আপনরা এরকম কিছু নজির সৃষ্টি করে দেখান বিশ্বব্যাপীঃ

একটা উদাহরণ দিলামঃ -

আমি আমার ফেসবুেক মোদি-অমিত শাহকে খোলা চিঠি দিয়েছিলাম । সেখানে বলেছিলাম, আমরা সেই বাংলাদেশ, যেখানে পথ চলতে একজন টগবগে অচেনা তরুনকে আমরা হাসি মুখে “ যখন বলি আস সালামু আ’লাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ্ ” , তার জবাবে ঐ তরুনও হাসি মুখে জবাব দেয় ”নমস্কার” বলে । তাদেরকে এই উদাহরণটা দিয়ে বলেছিলাম, “এরই নাম বাংলাদেশ ! বাংলাদেশ !! এবং বাংলাদেশ !!! ।

তো ? সেই বাংলাদেশের বুকে কেন ভারতকে বার বার সুযোগ করে দিচ্ছি আমরা ? কেন বার বার বোকামী করছি ? প্লীজ ! সবাই সচেতন হই । আসল কাজ করি । বেহুদা কাজ নিয়ে ব্যস্ত না থাকি ।


আমরা যদি জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকি, কোন অপশক্তি আমাদের নিয়ে আর খেলতে পারবে না, ইন শা আল্লাহ্ !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.