![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ ইউনুস, আপনাকে বিনয়ের সাথে বলছি । আপনি অনেক বড় একজন মানুষ । পুরো পৃথিবীর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে । অথচ আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি ভারতের হিন্দুত্ববাদী কতিপয় কীট আর তাদের গৃহপালিত এই দেশীয় কিছু চাকর গাদ্দারদের কাছে এভাবে হেরে গেলেন ?
আপনার স্মরণ থাকা উচিৎ ছিল, এই দেশের আপামর জনগনের প্রায় ৯৮% মানুষ কুখ্যাত ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করার সাথে সাথে কাপুরুষ ভারতের হিন্দুত্ববাদী শাসকদের নিয়োজিত কাপুরুষ র’ এর সবাইকেই বিতাড়িত করেছিল ২০২৪ এর ৫ই আগষ্ট ।
কি করে ভুলে গেলেন ? আপনি কি জানেন না, বিগত ১৫ বছর কত হাজার হাজার মানুষকে হত্যা, গুম, দেশান্তর করেছে ফ্যাসিস্ট হাসিনা ? তার সেই ফ্যাসিবাদের যাতাকল থেকে মুক্তির জন্য মানুষ গত ২০২৪ এর জুলাই থেকে ৫ই আগষ্ট পর্যন্ত কিভাবে বুকে বুলেট বরণ করে তার মত একটা ফ্যাসিস্টকে পরাজিত করেছে ?
কি করে আপনি ছাত্র-জনতার সেই বিজয়কে ম্লান করে দিচ্ছেন ? তাদের রক্তের সাথে উপহাস করছেন ??
কেন আপনি ভারতের র’ এর সাজানো ছকে দেশদ্রোহী গাদ্দারদের আপনার উপদেষ্টা বানাচ্ছেন ?
আপনি শুরুতেই যে ভুল করেছিলেন, সেই ভুল শুধরানোর জন্য বার বার আপনাকে বলার পরও কেন আপনি গুরুত্ব দিলেন না ?
কেন ? কার স্বার্থে আপনি এভাবে এই দেশের সকল নিরিহ, সাধারণ জনতার সাথে এভাবে তামাশা করছেন ?
আপনাকে শেষবারের মত বলছি, এখনো আপনি আপনার বৈধ ক্ষমতা গ্রহণ করুন ।
নইলে দেশকে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন, তার পরিণতি মোটেই ভালো হবে না ।
আপনার সাথে বসে যে সব গাদ্দাররা এই হীন খেলা খেলছে, তাদের কাউকেই ছাড়া হবে না ।
প্রয়োজনে এই দেশের মানুষ আবার বুকের রক্ত দিবে । তবু এই দেশকে ভারত এবং তার কৃতদাসদের হাত থেকে মুক্ত করে ছাড়বেই ইন শা আল্লাহ্ !!
ইনকিলাব-- জিন্দবাদ ।
©somewhere in net ltd.