নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে কেন এ পাগলামী ?

২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৭

ব্যাটারি চালিত অটোগুলো পতিত দুর্ণীতিবাজ আওয়ামী সরকার পিঁপড়ের সারির মত আমদানী করে মাল কামিয়েছে । তারা সহ এই দেশের কোন সরকারই সাধারণ জনগণ তথা গরীব মানুষের মানবিক মর্যাদা দেয়নাই । তাদের জন্য তাদের জন্মস্থান বা যার যার এলাকায় টেকসই কর্মসংস্থানের পরিকল্পণা, বাস্তবিক কোন ব্যবস্থাই কোনকালে গ্রহণ করেনাই । যা করেছে,তা কেবল তাদের নিজেদের স্বার্থে করেছে । তাদের ব্যবসা, চুরি, বাটপারীর স্বার্থে অপরিকল্পিত কিছু শিল্পায়ন এবং সমাজের অধিকাংশ স্বার্থপর মানুষদের জমিদারের আসনে বসিয়ে বহণ করবে, এরকম নিয়তে শ্রমজীবি মানুষদের শহরমুখী করেছে ।


এ দেশের প্রায় সকল স্বার্থপর, চোর, ডাকাততুল্য রাজনৈতিক নেতা এবং সমাজের তথাকথিত এলিটদের স্বর্থপরতার কারণে এই সমস্যা গত ৫৪ বছর যাবৎ পুঞ্জিভূত হয়েছে । সরকার যারা চালায়, তারা নাগরিকদের নাগরিক হিসেবে মূল্যায়ন না করে কৃতদাসের মত ব্যবহার করেছে ( কদাচ ব্যতিক্রম ব্যতিত) । সুতরাং রাষ্ট্রের ৫৪ বছরের ব্যর্থতার দায় না নিয়ে এবং এ সমস্যার টেকসই সমাধানের ব্যবস্থা না করে যে পাগোল কলমের এক খোঁচায় এই পাগলামী করেছেন, তাকে বরখাস্থ্য সহ দ্রুততম সময়ের মধ্যে এর নিষ্পত্তি করার আহবান জানাচ্ছি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.