![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত এবং তাদের এদেশীয় দালালদের এই ইস্যু নিয়ে মুক্তি-রাজাকার বিভাজন খেলার পুনরাবৃত্তি ঘটানোর এক ঘৃণ্য অপচেষ্টা করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে । মনে রাখবেন, জাপানকে এত বড় ধ্বংস করে দেবার পরও জাপান কি আমেরিকার সাথে সম্পর্ক চিরতরে সম্পর্কচ্ছেদ করেছে নাকি ?
সুতরাং এসব নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়াবে, তাদেরকে কেউ গালাগালি করবেন না । ইতিহাস দিয়েই ধান্দাবাজগুলোর মুখে ঝামা ঘসে দিবেন । তাদের মুখের উপর ভারতের দালাল সীল লাগিয়ে দিবেন । তাদেরকে মনে করবেন একজন দেশদ্রোহী , অখন্ড ভারত বানাবার কারিগর । এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা রেডি করবেন ।
একমাত্র ভারতের দালাল এবং আওয়ামীলীগ ছাড়া এ নিয়ে কু-রাজনীতি করার কেউ নেই এ দেশে । যারা ইতিহাস জানেনা , তারা ভাবছে, তাদের এই প্রোপাগান্ডা খাইয়ে মুক্তি-রাজাকার ইস্যু টেনে কিছু মানুষকে বেকুব বানানো যাবে ? কিন্তু এখন ঐ যুগ নেই । সকলেই সচেতনভাবে এসব মুর্খদের মোকাবেলা করুন । সাইজ হয়ে যাবে ।
©somewhere in net ltd.