![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়া সন্ত্রাসী কারা ? তাও স্পষ্ট । দেখুন, আগষ্ট বিপ্লবে যারা বুক পেতে গুলি বরণ করেছে, তার লাইভ ভিডিও থাকার পরও মিথ্যার বেসাতি চলছে । কারা করছে ? শক্তিশালী মিথ্যা বয়ানের মিডিয়া । যেমন করে গুজরাটের কষাই যেটা করেছিল, তার প্রমাণ বিবিসি (তাদেরই প্রিয় মিডিয়া) সারা দুনিয়াকে শেষ পর্যন্ত জানিয়েছে কি না ?
২. আলিফ হত্যার বিষয়টাও তোমন । একইভাবে সত্যই বেরিয়ে আসছে । কিন্তু মিথ্যার বয়ান তৈরীর শক্তিশালী মিডিয়া হাউস কি করছে ? তাও স্পষ্ট দেখা যাচেছ । আর মিথ্যার দাপট কতটা ভয়ানকভাবে অভিনয়ের মাধ্যমে দেখানো হচ্ছে ? খোদ ভারত সরকার প্রকাশ্যে অনধিকার চর্চা করছে আমাদের দেশের বিচারাধীন বিষয় নিয়ে ? আলটিমেটাম দিচ্ছে খুনীরা এখানে বসে আমাদের আদালতকে ?
৩. আমাদের মুক্তিকামী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি । এসব মিথ্যাও আল্লাহ ভাসিয়ে দিবেন সত্য-বণ্যার পানির তোড়ে । এই বিশ্বাস নিয়ে আমরা কেবল ধৈর্যের সাথে মোকাবেলা করেই বসে থাকব না । আমাদেরকে দ্রুত এদশীয় ভারতের দালাল মিথ্যা বয়ান তৈরীর কারখানাগুলোকে মিথ্যা বয়ান তৈরীর প্রমাণ সহ ধরে বিচারের সম্মুখীন করতে হবে এবং সত্য বয়ানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে । যে কার্যক্রম গরু জবাইয়ের মাধ্যমে শুরু করা হয়েছিল । ওটা ছিল সম্পূর্ণ অহিংস পূর্বঘোষিত কর্মসূচি । ওটা ছিল বৈধ কর্মসূচি । এই কর্মসূচিকে যারা হাসিনা ষ্টাইলে নস্যাৎ করতে চেয়েছে, তাদের প্রকাশ্য প্রামান্য চিত্র নিয়ে আইনের আওতায় আনুন । সাইজ হয়ে যাবে ।
৪. মোদির চ্যালাদের বলছি, এটা বাংলাদেশ, ফিলিস্তিন নয় । আরবের কোন নিরিহ , অসহায়, অবোধ মানব বেষ্টিত ভু-খন্ড নয় । মাত্র কয়েকলাখ দালাল ব্যতিত প্রায় সাড়ে ১৭ কোটি মানুষ বড়ই সজাগ । সজাগ চিরঞ্জীব আল্লাহ্ ! যিনি সত্য প্রকাশ করে দেন এভাবেই । আগুনে পুড়িয়ে মারার প্রস্ততি নিচ্ছ ? পুড়ব বটে , তবে সেই আগুনে তোমাদের সকল মিথ্যা বয়ান তৈরীর কারখানা সহ একযোগে পুড়ে ছারখার হতে হবে ।
অতএব বিপ্লব শেষ হয়নাই । এ বিপ্লব চলছে । এই সরকারকে দ্রুত ভুল সংশোধন করে তাদের বৈধ ক্ষমতা গ্রহণে বাধ্য করার জন্য ঐক্যবদ্ধ থাকি। দালাল উপদেষ্টাদের বের করে দিয়ে বিপ্লব ধারণকারিদের নিয়ে নতুন কেবিনেট গঠণ করে শক্ত হাতে অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে সহায়তা করি । আল্লাহ সাহায্য করবেন ।
[ বিঃদ্রঃ যে পুলিশ আগুন লাগিয়েছিল তাকে গ্রেফতার করা না হলে দ্রুত গ্রেফতারের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখুন ]
©somewhere in net ltd.