নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ভারতের দালালরা কি এখনো কলকিতে গাঁজা ফুঁকছেন ? লজ্জা থাকলে মাতলামী ছেড়ে জনগনের দ্বারে চলে যান ।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৬

ট্রাম্প যামানায় প্রবেশের সাথে সাথেই ভারতকে যেভাবে আমেরিকা কোমর ভেংগে দিয়েছে, তাতে আশা করি এই দুটি ভিডিও বার্তা দেখে আমাদের দেশের ভারতের দালালরা গাঁজাটানা ছেড়ে হুসে ফিরতে পারবেন, যদি তাদের ফুসফুস পুরোটা পচে না গিয়ে থাকে ।

একই সাথে বাংলাদেশের সেনাবাহিনীকে বলব, ঘুরে দাঁড়ান । কোন নাটক আর করবেন না । জেনারেল যারা এখনো হাসিনার প্রেমে মত্ত হয়ে ভারতের বুদ্ধিতে চক্রান্ত করে আসছেন, আশা করি তাদেরকে দেশদ্রোহী হিসেবে কাঠগড়ায় উঠিয়ে দেশ প্রেমিক সেনাবাহিনী রিফর্ম করবেন । ভারতের র’ কে দৌড়ানি দিবেন । বাংলাদেশে তাদের কোন অফিস থাকতে পারবে না ।

১। জুলাই বিপ্লবকে যারা ধুলিস্যাৎ করে ডঃ ইউনুসকে অকার্যকর করার চেষ্টা করে আসছেন, প্রথমে তারা দেখুন ইউনুস সাহেবের এই লাইভ ভিডিও । তিনি কি বলেছেন ওয়ার্লড ইকনোমিক ফোরামে ?
https://www.youtube.com/watch?v=-sgQJPXALvY

২ । ২২ শে ডিসেম্বর আমেরিকার একটা জার্ণালে বাংলাদেশ প্রসংগে ভারতের ম্যারাথন মিথ্যাচার নিয়ে যে লেখা বেরিয়েছে, তা নিয়ে ট্রাম্প প্রশাসন কতটা অবগত, সেটা জনাব তাজ হাশমি বাংলায় বর্ণনা করেছেন । সবাই দেখুন ।

https://www.youtube.com/watch?v=nNYi9qGe9bU
https://www.benarnews.org/english/commentaries/march-of-folly-sheikh-hasina-muhammad-yunus-01222025113345.html


অতএব, বাংলাদেশের কয়েকটা রাজনৈতিক দল ভারতের পরামর্শ নিয়ে যেভাবে বাংলাদেশের জন আকাংখ্যার বিপক্ষে গলাবাজী করে আওয়ামীদের মতই আচরণ করছেন, তাদেরকে যার যার দল থেকে বহিষ্কার করে আপনাদের দলের মেধাবী, তরুণ , দেশ প্রেমিকদের নিয়ে দল রিফর্ম করুন । তরুন প্রজন্মকে সাথে নিয়ে জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠণে দৃঢ় হোন । ৫ই আগষ্ট ২০২৪-এ বাংলাদেশের ৯৫% জনগনের কাছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং বর্তমানে বিশ্বব্যাপী মিথ্যাবাদী হিসেবে পরিচিত, ধিকৃত, নিগৃহীত ভারতকে গোনার টাইম আছে বাংলাদেশের ??

এই সাথে সরকারকে বলব, অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করুন, চুপ্পুকে সরিয়ে দিয়ে ডঃ ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব দিন । যেসব দায়িত্বশীল চেয়ারে এখনো ফ্যাসিবাদের দোষররা বসে আছে, তাদের সবাইকে সরিয়ে দিন, গ্রেফতার করুন । দেশে জন আকাংখ্যার সরকার রিফর্ম করুন ।

একেই বলে আল্লাহর মাইর । আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না ।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত কাগজের বাঘ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.