নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

মোদি-হাসিনা স্পেশাল সংলাপ এবং

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

হাসিনাঃ দাদা, আমাকে এবার ছেড়ে দেন ! আর পারছি না । আপনার কথামত সবইতো করেছি । শেষ পর্যন্ত আড়াই হাজার বাচ্চা ছেলে পেলে সহ কতগুলো নিরিহ মানুষকেও খুন করলাম । অল্পের জন্য জানে বেঁচে গেছি । এবার আমাকে ছেড়ে দেন ।

মোদিঃ চো--উ--প মাগী ! তোকে ছেড়ে দেব এত সহজে ? তোর পেছনে আমরা কত বিনিয়োগ করেছি এতকাল, হিসেব আছে ?

হাসিনাঃ তো ? আমি কি আপনাদের কয়েকগুন বেশী দিয়ে দেই নি ?

মোদিঃ কোন কথা নয় ! পুরো দেশ থাকবে আমাদের পায়ের তলায় । ওদেরকে আমাদের দাস বানিয়ে রাখার জন্য তোকে পেলেছি এতকাল । তোকে আবার যেভাবে অভিনয় করতে বলব, সেভাবেই করবি । দেখছিস না ? ইসরাইলকে কিভাবে অভিনয় শিখিয়েছি ? ইসরাইলের সাথে আমার বাহিনীও লড়ছে কি জন্য ?

হাসিনাঃ দাদা, আমি আর পারছি না !

মোদিঃ চো--উ--প মাগী ! কোন কথা নয় । পারতেতো তোকে হবেই । তোর বাপ যেমন লেজে গোবরে মাখিয়ে আমাদের সর্বনাশ করেছিল, তুইও তাই করে এসেছিস । তোর এসব কান্না তোর জাতিকে শোনা, আমাকে শুনিয়ে লাভ নেই ।

অতঃপর অভিনয় -১ বিষয় চট করে ঢুকে পড়ার হুমকি ! এবং ফলাফল -- ফ্লপ ।

অভিনয়-২ - টাইম টু টাইমে ফোনালাপ ফাঁস । গুপ্ত হত্যার পরিকল্পণালাপ ফাঁস করে মানুষকে ভয় দেখানো !! এবং ফলাফল ---ফ্লপ ।

অভিনয়-৩ - ফেসবুক লাইভে ভাষণ । সেই একই বয়ান । ইসলামী সন্ত্রাসীদের দখলে বাংলাদেশ । জুলাই গণহত্যাকারী-ইউনুস --ইত্যাদি । ফলাফল -- ধান মন্ডির ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দেয়া হলো ।

[ মোদির মুখে কিছুটা হাসি । যাক, কিছুটা মনে হয় কাজ দিয়েছে এবার !!!!!! ]

হাসিনাঃ দাদা, এবার অভিনয়ের মানেতো কিচ্ছু বুঝলাম না । আমার বাপের বাড়ি গেল । সারা দেশের নেতাদের বাড়ি ঘর গেল । কি চান আপনি ?

মোদিঃ চো---উ---প মাগী !! আমারওতো মাথাটা ঘুরছে । আমিতো আরো অনেক বড় কিছু !! আহ !!! বিচ্ছুর জাতকে আমি ----

হাসিনাঃ আপনি যা খুশী করেন , দাদা । আমাকে দয়া করে ছেড়ে দেন এবার । আমি আর পারছি না ।

মোদিঃ চো---উ---প মাগী !! এখনো অনেক দূর যেতে হবে তোকে ।

হাসিনাঃ আর কত দূর ??

মোদিঃ দেখতে থাক । আর দোভালের কথামত চলতে থাক । দোভালের কথার বাইরে তুই নিজের ইচ্ছায় ঠোট খুলবি না । খবরদার !!

অতঃপর -- টু বি কিন্টিনিউড !!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫

গহীনে রক্তক্ষরণ বলেছেন: মোদির আসলে মাথা খারাপ হয়ে গেছে । ওদের গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পণাও ভন্ডুল হয়ে গেছে । কিছুদিন সুশীলরা ঘ্যান ঘ্যান করবে । তার পরে দেখবেন, বেলুন ফুট্টুস । এর পরও যদি ওদের লজ্জা না হয়, মরুকগে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.