![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ আপনারা বিশ্বাসই করেন না যে, এই বিজয় আপনাদের কোন একক কৃতিত্ব নয় । বাংলাদেশের কোন মানুষেরই কৃতিত্ব নয় । এই বিজয়টি ঠিক বিজয় ছিল না । এটা ছিল ফিরআউনের হাত থেকে মুক্তির একটা ব্যবস্থা, যা আল্লাহ সরাসরি করিয়ে দিয়েছেন । হাস্যকর মনে হচ্ছে আপনাদের কাছে ? আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে । কিন্তু এটাই বাস্তব । চোখ বন্ধ করে রাতে শুয়ে বালিশের কাছে প্রশ্ন করবেন, বালিশ আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে । যা বলেছি, তাই সত্য ।
আপনারা ছিলেন সেই শক্তির সাপোর্টে পরোক্ষ সহযাত্রী হিসেবে সুযোগ গ্রহণকারি বিজয়ী কাফেলাে । আপনারা দৃঢ়ভাবে এই বিশ্বাস অন্তরে ধারণ করে যদি ঈমানের উপর অটল-অবিচল থেকে সবাই ঐ দিনের মতই ঐক্যবদ্ধ থাকতে পারতেন এবং সঠিকভাবে একটা সরকার গঠণ করতে পারতেন, তাহলে আল্লাহ আপনাদের পরবর্তী পদক্ষেপ সহজ করে দিতেন ।
কিন্তু আপনারা কি করলেন ?
কারো কথা শুনলেন না ।
আপনারা শুনলেন কিছু শয়তানের পরামর্শ ।
এই যে শয়তানের সাথে আপোষ করলেন ! এর পরিণতি কি ভোগ করতে হবে না ভেবেছেন ?
হয়তো বলবেন, এতদিন কোথায় ছিলেন ? আগে কেন বলেন নি ? এখন এ থেকে বাঁচার পথ আছে কি ?
ভুল কথা । আপনাদের সরকার গঠণের শুরুতেই যখন শপথ নিচ্ছিলেন, তখন থেকেই আপনাদের কাছে বিভিন্ন গুনীজনের কাছ থেকে মেসেজ পৌঁছেছিল, অস্বীকার করতে পারবেন ? ঐ দিনই রাতভর সোশ্যাল মিডিয়ায় সেই ভুলের সংশোধন করার জন্য বার বার বলা হয়েছিল । কোন গুরুত্ব দেননাই । কেন ? কার উপর তাওয়াক্কুল করেছিলেন ?
দেশীয় কিছু গাদ্দার আর দিল্লীর র’ এর উপর তাওয়াক্কুল করতে বাধ্য হয়েছিলেন ? আল্লাহ ছিলেন না আপনাদের সাথে ? সহয়াক শক্তি জনগন ছিলনা তখনও রাজপথে ?
আসলে ঈমান হারিয়ে গেলে যা হবার তাই হয়েছে আপনাদের ভাগ্যে ।
তওবা করে ফিরে আসতে হবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সঠিক পথে । এটাই বাঁচার একমাত্র পথ ।
নয়তো বিপ্লবতো বিফলে গেছেই । আল্লাহ এই পাপের শাস্তি রেডি করছেন আপনাদের জন্য আরো ভয়ানক, লজ্জাজনক অপমান আর অপদস্তের মাধ্যমে । আপনাদের ধ্বংস অনিবার্য , যদি না বিজয়ী গাজীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তওবা করে ফিরে না আসেন এবং সঠিক কাজটি না করেন । আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে দায়িত্ব কাঁধে নিয়েছেন, তা যথাযথভাবে পালন না করেন ।
দোয়া করছি, আল্লাহ যেন সকলকে সেউ সুমোতি দান করেন ।
©somewhere in net ltd.