![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোদিঃ- মহামান্য প্রভু ! আমার কথাগুলো তুলসী তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরছে, প্লীজ একটু দয়া করুন ।
ট্রাম্পঃ- বাংলাদেশ প্রসংগে আবার ভুয়া সন্ত্রাসবাদী গপ্প ? তুলসী, তোমাকে না বলেছি, এই গাধাটাকে নিয়ে আমার রুমে আসবা না । ওর কথা তুমি বললেই চলবে । ওকে বাইরে বসতে বল । [ তুলসী মোদিকে ইশারা করলে মোদি বাইরে বেরিয়ে গেল ]
মোদির কথা পড়ে শোনাচ্ছে তুলসীঃ- প্রভু ! গাজায় আপনার দাস ইসরাইলের তৈরী গপ্পওতো ভুয়া এবং আপনি তা অবগত । সুতরাং গাজার পক্ষে আন্দোলনকারি এই যে দেখুন, ১৫ কোটি যবন কিভাবে আপনার বিপক্ষে সোচ্চার ! ভুয়া বলেন, আর যাই বলেন, এরা কি আমার জন্য হুমকি না ? গোটা পৃথিবীর জন্য হুমকি না ?
ট্রাম্পঃ- মোদি কি আমাকে ওর মত গাধা মনে করছে ? আরে ধুর- উ ! ও তো একটা মুর্খ, উন্মাদ ! আরবদের পাশে রেখে তৈরী ভুয়া গপ্প, আর তোমাদের পাশে চীন সহ তোমাদের শত্রু সবগুলো রাষ্ট্রকে রেখে তৈরী ভুয়া গপ্প কি এক করা যাবে ? কি করে এরকম বোকামী করতে পারি আমি, বল ? আমি কে তোমাদের মোদির মত গোরুর প্রস্রাব খাই ? ধ্যাত্--ত্তরী রোজ রোজ এই একই ঘ্যানঘ্যানি আর বরদাস্ত করতে পারছি না !! শোন তুলসী, তুমি যদি এই গর্ধবটাকে নিয়ে আবার আমাকে কিছু বোঝাতে আস, তাহলে তোমাকে বরখাস্থ্য করব কিন্তু। তোমার ঐ গর্ধবকে বল, সে তার একার বুদ্ধিতে যা পারে করুক । এ নিয়ে যেন আমাকে আর বিব্রত না করে ।
তুলসীঃ- হ্যা, স্যার । আমি বুঝতে পেরেছি । তবে স্যার, কিছুটা বিবেচনা করে দেখতে পারতেন । ওরা কিন্তু সংখ্যায় ১৫ কোটি । যবনরা বছর বছর প্রোডাকশন দিয়ে এই সংখ্যা ডজন ডজন বৃদ্ধি করছে । পুরো পৃথিবীর জন্যই হুমকি হয়ে উঠতে পারে । সাবধান হওয়া ভালো নয় কি ?
ট্রাম্পঃ- এ বিষয়ে আমার টীম পূর্ণ অবগত । ও পরিসংখ্যান আমার জানা আছে । তুমি চীন আর মায়নমারের দিকে মনযোগী হও । আসল কাজ কর । ভুখা নাংগা না খাওয়া দুর্বল মানুষ আমার মাথা ব্যাথা না । এশিয়ায় আমার মাথা ব্যাথা চীন আর মায়নমার । চীনকে ঠেকাও ।
তুলসীঃ- ইয়েস স্যার ! [ কক্ষ থেকে বেরিয়ে মোদির কাছে এসে ], সরি, মিঃ মোদি, আমার কিচ্ছু করার নেই । এভাবে হবে না । প্লীজ আপনি এবার আসুন । এ নিয়ে আর আসবেন না যেন ।
মোদিঃ [ কপালে ঘাম মুছতে মুছতে ] হায় ! পোড়া কপাল আমার !!!
©somewhere in net ltd.