![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অভিভাকরা গত ১৫ বছরে অধিকাংশই স্বার্থপরতার পরিচয় দিয়ে নিজেদের সন্তানদের যেমন ক্ষতি করেছেন, তেমনি শেখ হাসিনার ভুয়া জিপিএ-৫ কাগজ দিয়ে সন্তানদের মেরুদন্ড ভাংগার প্রকল্পকে সহায়তা করেছেন । লজ্জা করে না ? আপনাদের ফেল করা সন্তানদের নামিয়ে দিয়েছেন সচিবালয় ঘেরাও করতে ?
শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থায় খাতায় কিচ্ছু না লিখেও জিপিএ-৫ পেয়েছে। বিশ্বাস হয় না ?
কমপক্ষে ৮ বিষয়ে ফেল করার কথা যে ছাত্রের , সেও জিপিএ-৫ পেয়েছে তার আমলে । কিভাবে সম্ভব ? পরীক্ষার হলে শিক্ষকরাই করেছে তার খাতা পূর্ণ করতে । খাতা পূর্ণ করতে না পারলে তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল কাউকে ফেল করানো যাবে না । গ্রেস দিতে দিতে উপর দিকের ভালো ছাত্রদের রেজাল্ট হয়ে যেত ১০০ নম্বরের মধ্যে কারো কারো ১২০ পর্যন্ত । বিশ্বাস হয় না ?
এই সব কিছুর প্রশ্রয়দাতাদের মধ্যে অন্যতম একজন জাফর সাঁড়ের “একটা দুঃখের গল্প” পড়ে দেখেন না ? এই লোক সম্ভবতঃ বিবেকের তাড়নায় সেই গল্প লিখতে বাধ্য হয়েছিল ।
পরিবর্তিত বাংলাদেশের অভিভাবকদের সচেতন হবার দরকার ছিল । বোঝা উচিৎ ছিল প্রত্যেকেরই দায়িত্বশীল হতে হবে । আমাদের সন্তানদের পাঠ্য বই পড়ার অভ্যাস জোরালোভাবে গড়ে তুলতে হবে । এখনো কি ভেবেছিলেন, দুর্ণীতিবাজ শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় আবারো সেই ভুুয়া কারবার চলতে থাকবে ?
যদি কোথাও চলে থাকে, তাহলে সরকারের উচিৎ হবে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ।
প্লীজ ! আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে মেরে ফেলবেন না । তাদেরকে বোঝান, পরীক্ষায় ৩৩ পেলে পাশ হয় । ৩৩ নম্বরেরও মর্যাদা আছে । সবাইকেই ৬০% থেকে ৮০% নম্বর পেতে হবে ? এই জুলুম কেন ?
যারা ভর্তির সিষ্টেমে জিপিএ/ মিনিমাম নম্বরের সীমানা বেঁধে দিচ্ছেন, তারা ভুল করছেন ।
শেখ হাসিনার ভুয়া আমল থেকে বের হয়ে যান । উচ্চ শিক্ষার ভর্তির দুয়ার সবার জন্য উন্মুক্ত করে দিন । ভর্তির যোগ্যতা যে ৩৩ পেয়েছে,তার যদি না-ই থাকে, তাহলে তাকে পাশ করিয়েছেন কেন ?
আমি মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তির সিষ্টেমকে অসুস্থ্য অবস্থা থেকে সুস্থ্যতায় ফিরিয়ে নিয়ে গেলে আমাদের সন্তানদের সচিবায়লয় ঘেরাও করার চিন্তা আসবেই না ।
প্লীজ , সবাই আমরা দায়িত্বশীল হই । বিশেষ করে অভিবাকদের দায়িত্বশীল হতে হবে সবচেয়ে বেশী ।
নয়তো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষিত মানুষই আর খুঁজে পাওয়া যাবে না । আপনারা নিজেরাই নিজেদের সন্তানদের হত্যা করছেন ।
©somewhere in net ltd.