![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
ধারাবাহিক
পর্ব-১
=======
০ আচ্ছা সোমা, দীর্ঘদিনতো হয়ে গেল । লেখাপড়ার চাপ সামলে এখন ফ্রি আছ । আমিও ফ্রি । জয়েন করেছি একটা কোম্পানীতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে । এখন কি আমরা একটা উপসংহারে আসতে পারি না ? রাহাত খুব আত্মপ্রত্যয় নিয়ে কথাগুলো বলছিল, তার গার্ল ফ্রেইন্ড সোমাকে ।
- কি বলতে চাও তুমি ? তা ছাড়া তোমার হাত এভাবে পেছনে আটকে রেখেছ কেন ? দেখি, কি আছে তোমার হাতে ?
০ ( আড়াল করে ) আহা ! এত উতলা হচ্ছ কেন ? আগে কথাগুলো শোন, কি বলছি ।
- আচ্ছা, বল, শুনছি ।
০ (দুহাতে মুষ্টিবদ্ধ করে হাতটা সামনে এনে হাটু গেঁড়ে বসে) উইল ইউ ম্যারি মি ?
- (একটু ভ্যাবাচ্যাকা খেয়ে তাচ্ছিল্যের সাথে) মানে ? কি বলছ তুমি ? দেখ, তুমি আমার একজন ভালো বন্ধু, এর বেশীতো তোমাকে নিয়ে ভাবিনি । হঠাৎ এভাবে বললে তুমি ? কাট্-অফ ।
০ খুব কি অযৌক্তিক কিছু বলেছি ? আমাদের বন্ধুত্ব কত বছর হয়ে গেল, বল ? এতকাল পরে এই মেচিউর লেভেলে এসে এই প্রস্তাবটা খুবই অস্বাভাবিক মনে হলো তোমার কাছে ? তবে কি তুমি ---
-বল, তবে তো আমি --- কি ? কি বলতে চাইছ ?
০ আচ্ছা, না থাক । আমার মনে হয়, তুমি এ বিষয়ে প্রস্তত নও । এসব নিয়ে এখন যত কথাই বলি না কেন, তা অবান্তর হবে ।
-আহা , তবেতোর পরেতো তবের পরের কথাগুলো শেষ করবে, তাই না ?
০ সব কথা কি আজই শেষ করে দিতে বলছ ?
-তুমি হঠাৎ বলা নাই, কওয়া নাই, বিয়ের প্রস্তাব দিলে, তা সব কিছুর শেষতো তুমি করতে চাইলে, আমাকে বলছ, আমি শেষ করতে চাইছি ? তোমরা পুরুষরা মনে হয় এরকমই সবাই ।
০ ও তাহলে আমার মত আরো অনেক পুরুষের চরিত্র তোমার জানা আছে ?
-হাউ ডেয়ার ইউ ! হোয়াট ডু ইউ মিন ?
০ আমি কিছুই মিন করতে চাই নি। জাষ্ট তোমাকে এত বছর ধরে চিনি, জানি, মনে করেছি, তোমাকে সাথে নিয়ে সারা জীবন চলতে পারব । এই বিশ্বাস এবং আস্থা থেকে আবারো এই ফুলের তোড়াটা দিয়ে বলছি, “ উইল ইউ ম্যারি মি”
-(টান দিয়ে ফুলের তোড়াটা নিয়ে দূরে ছুড়ে মেরে) জবাব পেয়েছ ? গুড বাই---
সবুজ বনায়নে সমৃদ্ধ এক ভিআইপি এরিয়ার লেকপাড়ে পায়ে চলার পথে পড়ে থাকা একতোড়া গোলাপ ফুলের গোছা পড়ে রইল অবহেলায়। সোমার চলে যাওয়া দৃশ্যটা দেখছে ভেবলাকান্ত রাহাত—
---------------------------চলবে ।
©somewhere in net ltd.