![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিনাকীর ভাষায় ওর এই চুলকানী বন্ধ করা সম্ভব ।
এই লোক নিজেকে একজন বুদ্ধিজীবি বলে দাবী করে ?
শেখ মুজিব ৭২-৭৪ এ যা করেছিল, বা তারও আগে শেখ মুজিবের যে একটা চরিত্র ছিল, তার ঝুড়ি ঝুড়ি প্রমাণ থাকবার পারও কোন সাহসে সে এখনো ১৫ ই আগষ্ট নিয়ে নাকে কান্না শোনায় টকশোতে ?
জাহেদ, তোমার বয়স কয়দিন ছিল ১৯৭৪ সালে ?
তুমি কি জান , মুজিবের বড় বোনের ছেলে মুজিব সম্পর্কে ইটালির সেই বিখ্যাত সাংবাদিক ওয়ারিনা ফালাসীকে কি বলেছিলেন ? তার আপন ভাগ্নে তার মামার সম্পর্কে কি বলেছিল ? তুমি কি জান ? শেখ মুজিব যখন ৯ম বা ১০ম শ্রেণীর ছাত্র , উঠতি যুবক, সেই সময় তার চরিত্র কেমন ছিল ? তার আপন মামা তার সম্পর্কে কি বলতেন ?
শেখ মুজিব ১৯৭৫ এর পরিণতির জন্য নিজেই দায়ি ছিল, এটা যদি তোমার মত মুর্খ আজো না বোঝ, তাহলে তুমি কথা বল কোন সাহসে?
১৯৭৫ সালের বীরেরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুজিব আর তার প্রভু ভারতের হাত থেকে মুক্ত করে যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবের ফসল নষ্ট করেছিল ১৯৭৮ সালেই নবগঠিত বি এনপির কিছু গাদ্দার। যে গাদ্দারগুলো সন্ত্রাসী ফ্যাসিস্ট দল আওয়ামীলীগকে নিষিদ্ধ না করে জিয়াউর রহমানকে দিয়ে ফ্যাসিস্ট মুজিবের নিজের হাতে কবর দেয়া বাকশালকে আবার আওয়ামীলীগরূপে পুনর্জন্ম দেয় এবং লেডি ফিরআউন হাসিনাকে বাংলাদেশে ঠাই দেয় । এর পরিণতি কি তুুমি ২০২৪ এ এসে দেখতে পাওনি ? ১৪০০ মানুষকে খুন করতে পারে যে ফ্যাসিস্ট দল, হাজার হাজার তরুণদের পংগু করে দিতে পারে যে ফ্যাসিস্ট দল এবং তার নেতা লেডি ফিরাউন, তার দলকে তুমি এখনো মুজিব বন্দনায় জ্যান্ত রাখতে চাও ? এতদূর স্পর্ধা তোমার ??
এই তোমাদের মত ভাড়া খাটা ভারতের দালালরা যতকাল বাংলার মাটিতে থাকবে, ততকাল এই দেশ স্বাধীন হবে না ।
তাই পিনাকির ভাষায় তোমাদের মত ভারতের দালালদের জয়বাংলা করা এখন সময়ের দাবী । এ প্রজন্ম যদি তাদের মেধা, প্রজ্ঞা দিয়ে তোমাদের জয়বাংলা করতে না পারে, তাহলে এই দেশকে তোমরা যেখানে নিতে চাচ্ছ, সেখানে গিয়ে বুঝতে পারবে এবং সেদিন তোমরাও এই অভাগা জাতির সাধারণ মুসলমানদের মত তোমাদের প্রভু ভারতের সৈনিকদের জুতা জিহবা দিয়ে চেটে পরিস্কার করবা । কেন জান ? কারণ তুমিও মুসলমান । সেদিন তোমাকেও তারা ছেড়ে দেবে না । সেদিন বুঝতে পারবা, তোমাদের পাপের ঝুড়িতে কি পরিমাণ পাপ তোমরা জমা করেছিলে ! তার আগে তোমাদের হুস ফিরবে না ।
ইনকিলাব জিন্দাবাদ ।
©somewhere in net ltd.