নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাতিলের পাতা

নাফিস সাদিক শাতিল

নিজের সম্পর্কে লিখতে কষ্ট হয়। আমার সম্পর্কে যে যা ভাববে আমি তেমনই ।কারো প্রতি কোন অভিযোগ অনুযোগ নাই।

নাফিস সাদিক শাতিল › বিস্তারিত পোস্টঃ

একদিন বাসে বাশ (রিপো) লুল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

বাসে উঠেই একটা ধাক্কা খেলাম।না কারো সাথে ধাক্কা খায়নি । খেয়েছি নিজের সাথেই নিজে।আমার সিট নাম্বার B4। আমার সিটে একটা মেয়ে বসে আছে। B-) ঠিক বসে আছে বললে ভুল হবে।ঘুমিয়ে আছে মনে হয়।কি মেয়েরে বাবা ।গাড়িতে উঠেই ঘুম।

-কিউজ মি B-))

-জী। কিছু বললেন?

না জেগেই আছে। ঘুমের মধ্যে কথা না বলার সম্ভাবনা বেশি।

-হ্যা। বলেছি কিউজ মি।

-মানে কি?

-মানে এক্সকিউজ মি।বাংলা করলে হয় আমাকে ক্ষমা করুন।

-ক্ষমা করবো কেন? আপনার সমস্যা কি বলুন তো?

যাহ বাবা আমার সিটে বসে আছে আবার আমাকেই ঝাড়ি দেয়।

-আমার সমস্যা হল আপনি আমার সিটে বসে আছেন। কথা না বাড়িয়ে সিটটা ছাড়ুন। দাঁড়িয়ে থাকতে থাকতে হাটু খুলে গেল।

-আপনি প্লিজ আমার টায় বসুন না।

আহা কন্ঠে কি মধু।এখন আমার ভাব নেয়ার পালা।

-না না সম্ভব না।আমি জানালার পাশের সিট ছাড়া বসি না।৫০ টাকা বেশি দিয়ে এই দুর্দিনে টিকেট কাটছি।

-আমি আপনার ৫০ টাকা দিয়ে দিচ্ছি।

-উহু।৫০০ টাকা দিলে চিন্তা করে দেখতে পারি।

-আমার বমি হয় তো এই জন্যে বলছিলাম।

আহারে বেচারী। থাক ইট্টু আধটু সেক্রিফাইস না করলে তো মানুষ আর পশুর মধ্যে কোন পার্থক্যই থাকবে না।এবার একটু ফাজলামি করা যাক।

-ও আপনার বমি বমি ভাব হচ্ছে? মাথা ঘুরছে? তেতুল নিয়ে আসব নাকি?

-নিয়ে আসুন

এই সেরেছে।কি বলে এই মেয়ে।আর কিছু বলার খুজে পেলুম না।এখন চুপ করে থাকাটাই ভাল।

-আপনি যাবেন কোথায়? সে নিজেই জিগ্যেস করল

-সিমাখালি। আপনি?

-আড়পাড়া।

-না আসলে আমিও ওখানেই যাব

অতঃপর ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল রমনী। হয়ত মনে মনে ১০১ টা গালিও দিল।দিলে দিক আমার কি? আমার কাজ আমি করেই যাব। কেউ আটকাতে পারবে না

-আপনি কি সব মেয়ের সাথেই এমন ফ্লার্টিং করেন? ;) :P

যাহ বাবা।একেবারে ডাইরেক্ট একশন।

মাথা চুল্কে লজ্জিত স্বরে বললাম।

-এই একটু আধটু চেষ্টা করি আর কি।

সরল স্বীকারোক্তি অনেক মেয়ে পছন্দ করে। ইনিও সেই রকমেরই কেউ।কাজ হয়েছে। উপহার স্বরুপ একটা হাসি।

তবে যাই বলেন হাসি টা কিন্তু চমৎকার। :-B

তারপর .।.।.।.।.।।।

-আপনার নাম?

-রাহুল। আপনি হুল বলতে পারেন। আমার আবার শর্ট কাট পছন্দ কিনা।

-রাহুল।আপনি কি রাজিন নামে কাওকে চিনেন?

-আপনি কোন রাজিনের কথা বলছেন বলুন ত? আমার ভাইয়ার নাম ই তো রাজিন।আচ্ছা আপনার নাম টা বলুন তো।

মনে মনে দোয়া ইউনুস পড়ছি।আর প্রাণপনে দোয়া করছি নাম টা যেন তিথি না বলে।

-তিথি

খেলাম বাশ।

হ্যা ।ঠিক ই ধরেছেন।উনি আমার ভাইয়ার গার্লফ্রেন্ড।আমার হবু ভাবী।

এখন তার সাথে কথা বলতেই লজ্জা করে।আচ্ছা উনি কি এই ঘটনা মনে রাখবেন না ভুলে যাবেন??

খুব টেনশন এ আছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: Lul re purai lul

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

নাফিস সাদিক শাতিল বলেছেন: লুলায়িত

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

মুহিব বলেছেন: হাহাহহাহাহাহহাহাহহাহাহ।

অতি শিক্ষামূলক পোস্ট।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

নাফিস সাদিক শাতিল বলেছেন: সুশিক্ষা না কু??

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

শাকিল ১৭০৫ বলেছেন: খুব টেনশন এ আছি। ;) ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

নাফিস সাদিক শাতিল বলেছেন: ব্যপক টেনশন

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

বনফুল ব্লেেন্ডজ বলেছেন: একেই বলে-যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। =p~ =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

নাফিস সাদিক শাতিল বলেছেন: হা হা

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

২০১৩ বলেছেন: সত্যি নাকি ফিকশন? সত্যি হলে আপনি তো স্মার্ট, ফিকশন হলে আপনি তো দারুন লেখক? হাসির লেখার খুবই অভাব আপনি চালিয়ে যান, মুজতবা আলির মত সরেস লেখক জাতীর খুবই দরকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

নাফিস সাদিক শাতিল বলেছেন: সত্যি না । ফিকশন। জাতির আমাকে দরকার জেনে গর্বে আমার বুক ১ হাত ফুলে যাচ্ছে। :P :P :P

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

হেডস্যার বলেছেন:
আপনে যে লুল সেইটা সে আপনের পরিবারের সদস্যা হবার আগেই প্রকাশিত হইয়া গেল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

নাফিস সাদিক শাতিল বলেছেন: এইটাইতো টেনশন মিয়া ভাই ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.