নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

পাতি রাজনৈতিক নেতা হওয়ার সহজ ফর্মুলা

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩



এটা খুব সহজ ফর্মুলা এরা কেউ এলাকার পোলাপাইন না এরা সব ঢাকার বাইরে থেকা ট্রেনের ছাদে বা ট্রাকের মালের উপর কিংবা লঞ্চের ……….. ধইরা ঢাকা আসছে তারপর একটা মেসে উঠছে সারা দিন এলাকাতে বেকার ঘুইরা বেড়ানো ভাদাইম্মা কেটাগরির পোলাপাইন এরা কোনো কাজ করে না। প্রতি দিন বিকাল থেকে রাত দুইটা পর্যন্ত স্থানীয় পার্টি অফিসে সামনে ছেচড়ার মতো খাড়ায় থাকবে কয়েক মাস।এরপর স্থানীয় ওয়ার্ডের রাজনৈতিক কর্মী হিসাবে নাম লেখাবে।এরপর নিজের পকেট এর টাকা দিয়া পোস্টার আর বেনার ছাপায়া এলাকা অন্ধকার কইরা ফেলবে।পরের ধাপ হচ্ছে আসে পাশের বস্তি থেকে ৪ বা ৫ জন বাবা খোর ,গাঞ্জা খোর ,জুয়ারি চেংরা বেয়াদব কেটাগরির বুক পিট ছারা পোলাপাইন খুইজা বাইর করা ,যাদের বয়স পনেরো ষোলো এরপর একটু কষ্ট কইরা এদের হোন্ডা কিনা দিতে হবে শর্ত চামচারা হোন্ডা নিয়ে সারা দিন পাতি রাজনৈতিক কর্মীর পিছন পিছন ঘুরবে আর এলাকা গরম করবে। এই তো কাজ হওয়া গেছে এখন ছেচরা রাজনৈতিক কর্মী পাতি নেতার লিস্টে নাম উঠাবে ও এলাকা থেকা চাঁদা উঠানো শুরু করবে। আমরা সবাই তখন এদের সালাম দিবো আবার টাকাও দিবো তা দিয়া আরো পোস্টার আরো চাঁদা আরো পোলাপাইন আরো হোন্ডা এভাবে সময়ের সাথে সাথে পাতি নেতা আরো বোরো নেতা হবে এবং পদবীর উন্নতি দেখবে পদের সাথে সাথে চামচার সংখ্যা বৃদ্ধি পাবে এবং তখন যারা নতুন পাতি নেতা হিসাবে আসবে তারা তাদের সংগ্রহের চাঁদাবাজি থেকে একটা ভাগ বড় নেতাকে দিবে এভাবেই চলতে খাকবে এটা একটা চক্র।কিন্তু এই প্রসেসে আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না চামচা তো চামচাই থাকে সারা জীবন খুব বেশি হইলে এলাকার বা ওয়ার্ডের স্থানীয় পোস্ট এর নেতা বা খুব ভাগ্যবান হইলে কাউন্সিলর এর চে বেশি না। এর পরের ধাপ এর নেতা হইতে হইলে ফর্মুলা ভিন্ন। একটা বিষয় লক্ষ রাখতে হবে স্থানীয় রাজনীতিতে সংসদ সদস্যের ছেলে মেয়ে সংসদ সদস্য হয় আর মন্ত্রীর ছেলে মে মন্ত্রী হয় এখানে বাইরে থেকে এন্ট্রি মারা খুব কঠিন বিষয়। ওই যে কোটা থাকে না বিভিন্ন পরীক্ষায় বা চাকরিতে ওই রকম শতকরা ৮০ % কোটা ওদের জন্য বরাদ্দ তবে এটা সত্য ২০ % নেতা কোটার বাইরে ভিন্ন ফর্মুলার মাধ্যমে আসে।না হইলে তো আবার খেলা জমবে না। পরের লেভেল এর নেতা হইতে যে ২০ % এ অংশ নেয় তারা মাঝে আবার বিভিন্ন সাব কেটাগরি আছে। অনেকটা কলেজে যেমন সাইন্স কমার্স আর্টস থাকে না ওই রকম ২০ % এর মাঝে তিনটা কেটাগরি আছে কেটাগরি ১ এ আইনজীবী ,ডাক্তার ,প্রকোশলী ,অবসর প্রাপ্ত সরকারি আমলা বা বিভিন্ন বাহিনীর উচ্চ পদের লোক জন ,সংস্কৃতি কর্মী গায়ক নায়ক ইত্যাদি কেটাগরি ২ গ্রূপ এ আসবে বিভিন্ন ব্যাবসায়ী ,ঋণখেলাপি ,বিপুল পরিমান কালো টাকার মালিক ,ব্যাংক ,টিভি ,পত্রিকা কোম্পানির মালিক আর কেটাগরি ৩ এ আসবে ওই যে স্থানীয় পাতি নেতা থেকে যারা বোরো নেতা হয়েছে ,শ্রমিক নেতা, পরিবহন নেতা , বরো মাস্তান এর বৌ ভাই বা আত্মীয় এই সব। বরো নেতা হওয়ার জন্য কি ফর্মুলায় খেলতে হবে সেটা আর এখানে কমু না পরে ২০ % এর মাঝে প্রতিযোগিতা বাইরা যাইবো। বিসিএস পরিক্ষার কোচিং হয় মেডিকেল ভর্তি কোচিং হয় ব্যাংক এ চাকরির কোচিং হয় তে হইলে নেতা হওয়ার একটা কোচিং তো খেলাই যায় কি বলেন আপনারা ? অবশ্য রাজনৈতিক উপদেষ্টা হিসাবেও কিন্তু উন্নত দেশগুলোতে অনেকে কাজ করে। কনো পাতি নেতা বোরো নেতা হইতে চাইলে আমারে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েন ফ্রি তে এডভাইস দেওয়া ভালো না। রাজনৈতিক নেতা হওয়ার ভয়ঙ্কর চক্র এভাবেই চলছে চলবে এখানে পরিবর্তন না আশা পর্যন্ত সমাজে কোনো পরিবর্তন আসবে না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.