![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেন্টিষ্ট-ডেন্টাল চেয়ার এক বৃন্তে দুই ফুল। ডেন্টাল চেয়ারহীন ডেন্টিষ্ট কল্পনা করা যায় না। ডেন্টাল চেয়ারের অনুকরণীয় চেয়ার ব্যবহারকারী আরেক সম্প্রদায় আছে – নরসুন্দর-পরামানিক-নাপিত। বিজ্ঞানের উতকষ’তার আগে প্রাচীণ কালে নাপিত সম্প্রদায়ের কেউ কেউ শুধু চুলই কাটত না, ছোট খাটো ফোড়া অপারেশান করতো, দাত উঠাত। এতে উপায় হতো বেশী। পরবতী’তে তারা আসল পেশা ছেড়ে ডেন্টিষ্ট বনে যায়।স্বাভাবিক ভাবেই তাদের মনে মনে একটু অহম বোধ জাগলো। স্ব-সম্প্রদায় ত্যাগ করে জাতে উঠলো।এই হলো নাপিত থেকে ডেন্টিষ্ট ইভোল্যুশানের ইতিহাস।এখনও নাপিত আর ডেন্টিষ্টদের পেশাগত চেয়ারের কাঠামোগত অবয়ব একই রকম। ঢাকায় অনেক নাপিত এসি ঘরে হাইড্রলিক, এমনকি ইলেক্ট্রিক চেয়ার ব্যবহার করে।
এবার আসল কথা। ডেন্টালের ছাত্র তো হলাম – অনুভূতিটা কেমন। চান্দু মিয়া থেকে চৌধুরী সায়েব, সবাই এমবিবিএস বুঝে, বিডিএস বল্লে স্ফীত নয়নে পলকহীণ তাকিয়ে থাকে। সম্বিত ফিরে পেয়ে জানতে চায় – সে আবার কী? এক্সপ্লেন করলে বলে দাত আবার চার বছর পড়া লাগে! ডিঙেদহের সবেদ সুতোরের বড় ছেলে শহরে আদালতের বটতলায় দাত তোলে সে তো লেখাপড়ায় জানেনা। এমন অনেক ঘটনা। হীণমন্যতায় ভূগতে হয়। শেষে সোশাল মিট বন্ধ করে দিয়ে ঘরেই সময় কাটে আর ছুটি শেষে ঢাকায় ফিরে আসা। স্বস্তি। কিসের স্বস্তি!
এতক্ষন তো আউটডোরের (আত্মীয়স্বজন-আপনজন)ওয়েল্কাম কেমন পেলাম তা জানালাম ইনডোরের সংবদ্ধ’না আরও আনপ্যালাটেবল। [চ ল মা ন]
২| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
সোজা কথা বলেছেন: হাহাহা।বাইদ্যানীরে দেখাইয়াইতো পোকা বার করুম, কি দরকার ৫০০ টাকা ভিজিট দেওনের!
৩| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:০৮
অরণ্যতা বলেছেন: ভাই তুমি নিরাশ হচ্ছ কেন? সমস্যাটা সমাজের। ডেন্টীস্টদের ফিউচার অনেক ভাল অন্যান্নদের চাইতে
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:২৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখছেন, চালিয়ে যান।