নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
... কিছু কিছু সন্ধ্যা আছে ঝুপ করে নেমে আসে।চারপাশ কেমন থমথমে হয়ে যায়।কোন কিছুই ভালোলাগার পথে চলে না। এই সন্ধ্যাগুলো আরো বিষণ্ণ হয় যদি দুপুরবেলার ঘুম এই সন্ধ্যায় ভাঙে।নিশ্চুপ এই সন্ধ্যায় মনকে বেঁধে রাখা যায় না।মন উড়ে বেড়ায়। বিষণ্ণতা আর একরাশ যম কালো অন্ধকার নিয়ে।....
.... জমকালো আলোতে পৃথিবী অনেক রঙিন দেখায়।যতটুকুনা তার রঙ তার চেয়েও বেশি।আর যম কালো আঁধারে পৃথিবী নিজের ভেতর ডুবে থাকে। চেতনউষা কেমন দোদুল্যমান থাকে।একপেশে এই সন্ধ্যায় সারাদিন একাকী উড়ে বেড়ানো চিলটাও নিজের ডেরায় ফিরে।ক্লান্তি গায়ে মেখে।। নিমন্ত্রণ রক্ষার্থে কেউ কেউ ছুটে যায় আলো ঝলমল শহরের ক্ষতগুলোতে।। কিছু প্রাণীর জন্য এই সন্ধ্যাই সূচনা করে আরেকটি দীর্ঘল আর প্রেমহীন নিয়ন রাত্রির।.....
....আজ একটা চিঠি পেলাম। অনেককাল পর কেউ আমাকে লিখেছে। বিচ্ছিন্ন কিছু অনুভব নিজের মতো পাখা মেলেছে অনেকক্ষণ।....
.... সামনের দিনগুলো রঙিন করার আপ্রাণ কষ্ট আর বৃক্ষের মতো বুক পেতে দাঁড়িয়ে থাকতে থাকতে সবারই মাঝেমাঝে ক্লান্তি আসে।কেউ সেই ক্লান্তি গায়ে মাখে।কেউ ছুঁড়ে ফেলে দূরে।..........
........অসম্ভব মাথা ব্যথা হচ্ছে।মন চাচ্ছে বিরাট কোন খোলা মাঠে শুয়ে থাকতে।যে মাঠের কোন শেষ নেই।সবুজ ঘাসের বুকে ভেসে থাকা সাদা ঘাসফুল আমার গালে আলতো ছোঁয়া দিয়ে যাক।চোখের সামনে একঝাঁক সুদর্শন উড়ুক।কিন্তু তাই কি হয়, কারো কারো দেয়ালে যে লেখা থাকে পোস্টার লাগানো নিষেধ.. ....
.... মণের পর মণ ওজন বেড়েই চলেছে। তবু মন ভালো হচ্ছেনা। চড়ুইপাখি... আয়..... মন ভালো করে দে.....
২| ১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৩৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ।।
৩| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:১৭
বটের ফল বলেছেন: ছোট ছোট প্যারায় চমৎকার লেখা।
ভাব প্রকাশ অসাধারন।
আরো লেখা চাই।
ভালো থাকবেন অনেক বেশি। +++++++
( মাথা ব্যাথা সেরেছে কি ??? )
৪| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৪১
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ....
মাথাব্যথা তো সাময়িক, এমন কিছু ব্যথা আছে যা কমেওনা বাড়েও না।। সেই ব্যথা সব কাজে ব্যত্যয় ঘটালেও লেখেলেখির জন্য সহায়ক। অতএব.....
সাথে থাকবেন...
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৫ রাত ৩:৪৩
লীন প্রহেলিকা বলেছেন: সুন্দর একটি লেখা, লেখার সাথে ছবির অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। অভিনন্দন আপনাকে।