নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
......কবিতার কসম খেয়ে কবিরা মিথ্যে বলেনা
গাঢ়তম কষ্টেও কবিরা আকাশ দেখে, ফুল দেখে।
পাখির মতো উড়ে যেতে চায় দিগন্তরেখা বরাবর।।
জানালায় চোখ রেখে কেউ কেউ আকণ্ঠ পান করে রাত্রিসুধা। .....
.......আবার খুব যখন রঙিন থাকে মন।নাচানাচি।
উঠোন জুড়ে চলে উৎসব।
তখনো তারা আকাশ দেখে।
পাখি হতে চায়...... গান গায় আনন্দে......
.....শুধু যখন, প্রচণ্ড জ্বর ওঠে গায়।
কবিরা বদলে যায়।।
অজান্তে কেঁদে ফেলে।
'মা' বলে ডেকে ওঠে।
কবিতার কসম খেয়ে কবিরা তো আর মিথ্যে বলেনা কখনো...................
©somewhere in net ltd.