নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধচোখে তাকাই, চোখাচোখি হয়.... দেখা হয়না কখনো, কোনদিন......

স্বপ্ন সতীর্থ

কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......

স্বপ্ন সতীর্থ › বিস্তারিত পোস্টঃ

আমার খোলা হাওয়া

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮


....বঙ্গবন্ধু হলে আমি যে ব্লকে থাকি তার ছাদটা আগে অনেক সুন্দর ছিল।মন খারাপ হলেই চলে যেতাম। এখন মোবাইল ফোনের টাওয়ার বসিয়ে বীভৎস করে দিয়েছে।ওখানে গেলে এখন আরো মন খারাপ হয়।এই ছাদে বৃক্ষের মতো দাঁড়িয়ে বৃষ্টিজল গায়ে মেখেছি বহুবার।।....

.. রাতে গাছগুলো কেমন জবুথবু হয়ে পড়ে।ভীষণ মায়া হয়।। কিছুই যাদের নেই সেই মানুষগুলো এসে বৃক্ষের জায়গায় দাঁড়িয়ে যায়।আমি আর তাকাতে পারিনা।লজ্জা হয়।.....

......কব্জিসন্ধি করার জন্য যেমন আরেকটা মানুষের হাত লাগে,তেমনি নিজের প্রতিবিম্ব দেখতেও আরেকটা আয়না লাগে। মানুষ আয়না।তত্ত্ব কথা আমরা সবাই বলি।বলতে পারি তাই।আমাদের স্বভাবে মিশে আছে এ অভ্যাস। সক্রেটিস বলেছিলেন নিজেকে জানতে।নিজেকে কিভাবে জানতে হয় সেটাইতো জানিনা।....

...আজ দুপুরবেলা হাঁটছিলাম।। প্রধানমন্ত্রীর বাসভবন এর পাশে একটা ফুটপাতের উপর অনেক সুন্দর কিছু গাছ লাগানো। আমার অনেক ভালো লাগার একটা জায়গা।ইংল্যান্ড এর ফুটপাতের দৃশ্যের মতো। মাঝেমাঝে আমি ওখানটায় বসি। অদ্ভুত মজা পাই।ইশশ এই ধূসর শহরে প্রতিটা ফুটপাত যদি এরকম হতো , তবে আমি এই শহরের প্রেমিক হতাম।কছম।.....

.....আমার চিন্তা আমার ভূবন আর আমার যতটুকু চিৎকার আমি ধারণ করি তা একান্তই আমার। কিন্তু এগুলো আমি মুখপঞ্জিতে দেই কেবল এরা বেঁচে থাকবে বলে। কেউ পড়লো কিনা তা আমার মাথায়ও আসেনা।অনেকটা রোজনামচা লেখার মতো। যদিও নিয়মিত লিখিনা। তা লেখার দরকারও নেই।...।

...আমার রোজনামচার এই খাতাটা প্রায় শেষ । এটাও অন্যগুলোর মতো ছিঁড়ে ফেলব শীঘ্রই।এই শহরে কেন জানি কাউকে উদ্দেশ্য করে বলতে ইচ্ছে করছে, সারথি, চলে যাবার জন্যই যেখানে আসা,
সেখানে অভিসম্পাত কুড়িয়ে কি লাভ।বেলা শেষের আগে চলো হাঁটি অনন্ত সুন্দরে...... চলো...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অর্বাচীন পথিক বলেছেন: বলতে ইচ্ছে করছে, সারথি, চলে যাবার জন্যই যেখানে আসা,
সেখানে অভিসম্পাত কুড়িয়ে কি লাভ।বেলা শেষের আগে চলো হাঁটি অনন্ত সুন্দরে...... চলো...


পাকা লেখার হাত আপনার। প্রতিদিন লিখবেন তাহলে আমরা প্রতিদন আর ও একজনের লেখা পড়ে মুগ্ধ হব

২| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

হামিদ আহসান বলেছেন: সুন্দর গদ্য .....

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ পথিক সাহেব.।.।.।.।।
চেষ্টা থাকবে আমার।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

স্বপ্ন সতীর্থ বলেছেন: আপনাকেও ধন্যবাদ হামিদ আহসান সাহেব.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.