নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধচোখে তাকাই, চোখাচোখি হয়.... দেখা হয়না কখনো, কোনদিন......

স্বপ্ন সতীর্থ

কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......

স্বপ্ন সতীর্থ › বিস্তারিত পোস্টঃ

শীতল দুঃখ

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

.... বুকের বামপাশে ঢিবঢিব
করা হৃদপিণ্ডটা জানিয়ে দেয়
বেঁচে আছি। চোখের
সামনে ঝলমলে রঙিন
পৃথিবীটা জানিয়ে দেয়
দেখতে পাচ্ছি। অলস হয়ে নিরলস কল্পনায়
তোকে আঁকতে থাকা মস্তিষ্কটা বুঝিয়ে দেয়
তোকে আমি ভালোবাসি।যদিও
ভালোবাসার মানেটা ঠিক বুঝি না।
বুঝতে চাইওনা। শুধু
ভালোবেসে যেতে চাই তোকে। ....

.... যখন ঘাসের ডগায়
কিংবা ধানগাছের পাতায় পাতায়
ছড়ানো মাকড়সা জালে শিশির জমে ;
তার প্রতিবিম্বে তোকে দেখি।
দেখি তুই এলো চুলে সুগন্ধি তেল
মেখে দাঁড়িয়ে আছিস। তোর চুলের
সুবাস আমার হৃদয়ে এসে বিঁধে।.....

.... কংস নদের তন্দ্রালু হলুদ স্রোত তোর
কথা আরো মনে করিয়ে দেয়।
সিংধা বাঁকের সেই সবুজ
মায়াবী পথ,যেখানে আমার প্রচন্ড
দুঃখের মেঘলা রঙের
বরফখণ্ডগুলো গলে গলে পড়তো গাল
বেয়ে। সেখানে তোকে দেখি। যদিও
আজকাল যাইনা তেমন। .....

.... জানিস আমার সারাটা উঠোন
জুড়ে দুঃখেরা শীতল ছায়ার
মতো পড়ে থাকে সারাবেলা। নির্মল ,
নরোম রোদ যেভাবে ছুঁয়ে যায়
দিগন্তকে ঠিক সেভাবে তোর
ছোঁয়া পেতে ভীষণ ইচ্ছে করে আমার।
ভীষণ। অবহেলায় ফাঁক
হয়ে থাকা আঙুলগুলো কুঁকড়ে যাওয়ার
আগেই তোকে আমার চাই।।
একটা কথা বলব। শুধু একটা কথা -

বালিকা,
খুব বেশি ভেবোনা।
তোমার আছি, তোমার রবো
শুধু তোমার হবোনা।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

আনিসা তাবাসসুম বলেছেন: অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.