নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
আলোর যে অংশটুকুতে তুমি আছো
তাকে আমি বারবার বন্দী করি ...।।
তোমাকে বন্দী করার সাধ্যি আমার নেই...।
অন্ধকার চেটেপুটে সকাল আসে...।
রোদ হাসে...।।
তুমি আসোনা......
যে সকালে তোমায় শেকল পড়ানো হলো
সেই সকালে আবিষ্কার করলাম
আমার কবিতারা চিৎকার করে কাঁদছে......।
ঘুণে ধরা শরীর নিয়ে...।।
চেনা মুখের অচেনা আক্রোশের সামনে......
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ সতত.।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
মোবারক আলী আফতাব বলেছেন: valo laglo.
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ.।.।.।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
স্বপ্ন সতীর্থ বলেছেন: যদিও আমি কবি নই, তারপরও , কবিতা মাত্রই সুন্দর.।.।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা সতত.।।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
মাসুদ মাহামুদ বলেছেন: ভাল বলেছেন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ।
৭| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "যে সকালে তোমায় শেকল পড়ানো হলো
সেই সকালে আবিষ্কার করলাম
আমার কবিতারা চিৎকার করে কাঁদছে......।
ঘুণে ধরা শরীর নিয়ে...।।"
অনেক ভাল লাগা রেখে গেলাম।
ভাল থাকবেন।
৮| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা সতত
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
মিঠু জাকীর বলেছেন: ভাল লাগলো