নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
আজকের সন্ধ্যাটা উৎসবের মধ্যে থেকেও কেমন বিষণ্ণ। কেমন চুপচাপ লাগছে। নিজের ভিতরে ডুব দিতে ইচ্ছে করছে। কেমন একটা হাহাকার কুঁড়ে খাচ্ছে। মনে হচ্ছে কোথাও কোন সুর কেটে গেছে। ঠিক জমছে না জীবনের গানগুলো। কতদিন হলো নিজের মুখোমুখি বসা হয় না, অন্তর আয়নায় দেখা হয়না নিজের মুখ। আজ দিনটা কেমন করে কেটেছে নিজেও জানিনা। গত কয়েকদিন ধরেই কেমন কাটছে আমি এর ব্যাখ্যা জানিনা। ব্যাখ্যার বাইরের এক জীবনে আছি।
কাউকে বললে হয়তো বলবে সুখে আছি তো তাই ভুতে কিলাচ্ছে। কিন্তু আমিতো জানি আমার ভেতরে কি ঘটে, ঘটছে।
নিজের অনুভূতি, অনুভব অন্যের কাছে প্রকাশ করাটা এক ধরণের ছ্যাছড়ামি।এই বিবেচনায় আমি খুব বড় মাপের ছ্যাছড়া। এসব অনুভূতি কী সবার হয়?
আমার খুব দ্রুতই মন খারাপ হয়। কিন্তু খুব দ্রুত তা ভাল হয় না। মন খারাপ হলে কত কিছু করি আমি।
এই রকম সন্ধ্যাগুলোতে অদ্ভুত রকম বন্ধুহীনতায় ভুগি। সবার মাঝে থেকেও কেমন একা হয়ে যাই। ভেতরটা পুড়ে খাক হয়ে যায়। খুব ইচ্ছে করে কেউ একজন কাঁধে হাত রেখে বলুক, " কিরে পাগলা, তোর মন খারাপ কেন?" কেউ একজন এসে বলুক, " চলো হাঁটতে বের হই।"
কিন্তু কেউ আসেনা।আমি জানি কোনদিনও আমার এই স্বপ্নটা পূরণ হবেনা। তবু বেঁচে থাকার তাগিদে আর আপন মানুষগুলো চোখের স্বপ্নটার জন্য অবিরাম ছুটে চলা।
মাঝে মাঝে মনে হয়, এই ঘাসফড়িঙ এর মতন জীবনটাও মন্দ কীসে। চলুক জীবন, আমার কোন তাড়াহুড়ো নেই। চলুক...
১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
করুণাধারা বলেছেন:
এভাবে মনখারাপ করা কোন ভাল কিছু নয়। এটাকে লালন করলে তা কেবলি বেড়ে যেতে থাকবে। এই ব্যস্ততার জীবনে আপনার কষ্ট ভাগ করে নেবে এমন সংগী পাওয়া কঠিন। তাই নিজেকেই উদ্যোগ নিয়ে এ অবস্থা কাটাতে হবে।
যদি আপনার কথা শোনার বন্ধু পান তবে সেটা ভাল। না পেলে আপনি এমন কোন কাজে নিজেকে ব্যস্ত করুন যাতে মনকে সেদিকে আটকে রাখা যায়। জায়গা বা ছাদ থাকলে বাগান করতে পারেন, নাহলে ঘরে ক্যাকটাস লাগাতে পারেন। জিমে যাওয়া, কম্পিউটার সম্পর্কিতা কিছু কাজ করাও ভাল।
আপনি একা না, এটা আজকাল অনেকেরই সমস্যা। আমার একটা লেখার লিংক দিলাম পড়ার জন্য।মন খারাপ
ভাল থাকুন। শুভকামনা।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ। মন্তব্যটাও চমৎকার।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: জীবনের ব্যাখ্যা কি সব সময় হয়। জীবনের বেশির ভাগ সময়ের মনে হয় কোন ব্যাখ্যায় হয় না।