নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
যে শহরে থাকোনা তুমি
সে শহরটা অন্ধ, বধির,
যে ঝর্ণায় ঝরোনা তুমি
সে ঝর্ণাও বড্ড যে ধীর।
যে বাগানে ফুটোনা তুমি
সে বাগানে সুবাস যে নেই,
যে আকাশে জ্বলোনা তুমি
কী লাভ তার খবর জেনেই?
যে সময়ে থাকোনা তুমি
পানসে লাগে সারাবেলা,
যে নদীতে ডুবোনা তুমি
বন্ধ থাকে ঢেউয়ের খেলা।
এই শহরে, আকাশ জুড়ে,
নদীর বুকে ,ঝর্ণা ধারায়...
ফুল বাগানেও গরিব কবি
তোমায় খুঁজে চষে বেড়ায়।
ও প্রেমাষ্পদ কোথায় তুমি
তোমার ছোঁয়ায় বাঁচবে এ প্রাণ,
আকাশটাযে বড্ড কালো
উঠবে কবে পূর্ণিমা চান?
দেহটাতো সবার থাকে
মন থাকে গো কার ভিতরে?
মন মানুষ কী পাবে কবি
এত দেহধারীর ভিড়ে?
০৯ ই মে, ২০১৭ দুপুর ১:১২
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ...
২| ১০ ই মে, ২০১৭ রাত ১১:৫০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো
১১ ই মে, ২০১৭ রাত ৩:০৬
স্বপ্ন সতীর্থ বলেছেন: কৃতজ্ঞতা... আবেগকে মূল্যায়ন করার জন্য
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৭ ভোর ৪:১৯
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো! কবিতার 'তুমি' ধন্য। 'তুমি' ছাড়া সব অর্থহীন.....