নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
চোখ বুজলেই অনাবিল সূর্যের হাতছানি,
কেটে যাবে এই কালো রাত জানি।
তবু কিছু ভয় খুব তাড়া করে,
তবু কিছু হাহাকার কড়া নাড়ে।
বাতাসে বাতাসে ভাসে শৈশবের চিৎকার,
খুঁজে খুঁজে মরি হায়, এ আঁধারের জিত কার?
ঘোর লাগা রাত বাড়ে, ডাকে ঝিঁঝিঁ পেঁচারা,
জেগে থাকে কবিতার রোগে ধরা বেচারা।
আগুন লাগা চাঁদটাও শেষ কালে ক্ষয়ে যায়,
তবু কিছু জোছনা গায়ে লেগে রয়ে যায়।
আহা আমার চাঁদের আলো, আহা আমার সুখ...
ডানা ভাঙা নীলঘুঘু গায় , বিষণ্ণ অসুখ....
১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২০
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫
মানবী বলেছেন: "আহা আমার চাঁদের আলো, আহা আমার সুখ...
ডানা ভাঙা নীলঘুঘু গায় , বিষণ্ণ অসুখ...."
- অসাধারণ!!
মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ স্বপ্ন সতীর্থ।
১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২০
স্বপ্ন সতীর্থ বলেছেন: অনুপ্রেরণা পাই। ধন্যবাদ অশেষ
৩| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪৩
করুণাধারা বলেছেন: কী চমৎকার কবিতা লিখেন আপনি!!!
এমন কবিতা লিখা অব্যাহত থাকুক। শুভকামনা।
১৯ শে মে, ২০১৭ রাত ৯:৩৭
স্বপ্ন সতীর্থ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম...
৪| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৩৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো +
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ
৫| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:০২
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা ।
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চমৎকার