নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
ফুলার রোডের ঝকঝকে আলো আমার ভালো লাগেনা
যেমন ভালো লাগেনা কারো চিৎকার করে ঘরে ফেরার গান
আমি গাছের মতো দাঁড়িয়ে থাকি বুক পেতে
রোকেয়া হলের সামনে অপেক্ষায়....
আমি আকাশ দেখি।
ল্যাম্পপোস্ট।
মানুষ।
রিকশা।
ঘাম, গন্ধ।
আবার মানুষ।
বালিকার হাত ধরা কামার্ত পুরুষালী চোখ দেখি, পুরুষ দেখিনা।
প্রেম প্রেম ঘ্রাণে ভেসে যায় সব.. একটাও প্রেমিক দেখিনা...
২০ শে মে, ২০১৭ রাত ১:৫১
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৭ রাত ১:০৫
উর্বি বলেছেন: সুন্দর