নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধচোখে তাকাই, চোখাচোখি হয়.... দেখা হয়না কখনো, কোনদিন......

স্বপ্ন সতীর্থ

কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......

স্বপ্ন সতীর্থ › বিস্তারিত পোস্টঃ

খাম খেয়াল

০৩ রা জুন, ২০১৭ রাত ২:৪৬

জীবন নিয়ে সবারই কিছু না কিছু ভাবনা আছে। থাকে। থাকতে হয়। তবে আমার দেখা বেশিরভাগ মানুষের জীবন কেবলই ভবিষ্যৎ আর তার সুখ কল্পনাকে কেন্দ্র করেই। হবেইবা না কেন। আমার চারপাশ জুড়ে তো কেবল বিশ্ববিদ্যালয় এর স্বপ্নাকুল চোখ। যে চোখে রঙিলা প্রজাপতির উড়াউড়ি। তবে এমন দু একজনও আছে যারা জীবন নিয়ে কিছুই ভাবেননা। চরম নির্মোহ। হিংসে হয় তাদের।
আমাদের চারপাশে কেবলই গতানুগতিক প্রহেলিকা। কেউ নিয়মের বাইরে কিছু করলেও তার দিকে আঙুল তুলে অপমান করাটাও একটা নিয়ম। সবাইকেই কেন জীবন যাপন করতে হবে? কেউ কেউ তো জীবনকে উপভোগ করতেও আসতে পারে পৃথিবীতে। আশেপাশের মানুষদের দেখলে কেমন মুষড়ে পড়ি আমি। সবাই কেবল ছুটছে। কেবলই ছুটছে।কারোর একটু সময়ও হয়না পথের পাশে ফুটে থাকা ঘাসফুলটিকে ছুঁয়ে দেখার। কিংবা একফোঁটা স্নিগ্ধ শিশির কি করে মিলিয়ে যায় বাতাসে সেই সুখটুকু পেতে। কিসের পেছনে এত ছুটে চলা। টাকা আর সুখ। যদিও দুটো একসাথে টিকতে পারেনা। তবুও এ দুটিকে মেলাতে মানুষের কী আপ্রাণ চেষ্টা।
সবাই আমরা বৃত্তের ভেতর বন্দী। আমরা জানিনা, কোথায় এর শেষ। তবুও আমরা বৃত্তকে ছুঁয়ে ছুঁয়ে ঘুরি নিত্য।
এসব ভাবলে আমার ভেতর চরম হাহাকার জন্ম নেয়। নিজেকে ক্ষুদ্র মনে হয়। তুচ্ছ মনে হয়। যেমন তুচ্ছ মনে হয়েছিল সমুদ্রের মুখোমুখি দাঁড়ানোর সময়। একটাইতো জীবন আমার। এত ছোট কেন জীবন? কচুপাতার পানির মত টালমাটাল এ জীবন কতক্ষণ আমার?
য পলিয়তি, স জীবতি। যে পালায় সে বাঁচে। মাঝেমধ্যে খুব পালাতে ইচ্ছে করে জীবন থেকে। পারি না কখনওই। মৃত্যু এত সহজ নয়। তখন মনে হয় একই সাথে জীবনকে ঘৃণা করা এবং ভালবাসা যায়।

আমি বুনো হয়ে যাব। ছন্নছাড়া বাউণ্ডুলে...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৩:০৯

সচেতনহ্যাপী বলেছেন: সামনে যা আসবে তাকেই গ্রহন করুন হাসিমুখে।। কারন এটা আপনার প্রাপ্য।। আর ভবিষ্যতের কথা ভেবে বর্তমান আত্মাকে কষ্ট দেয়ার কোনইই মানে হয় না।।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৮

স্বপ্ন সতীর্থ বলেছেন: এটা কষ্ট দেওয়া নয়। নিজেকে ঝালিয়ে নেওয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ৩:০৯

ওমেরা বলেছেন: আপনার যা ইচ্ছা তাই হন তাতে কার কি !

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

স্বপ্ন সতীর্থ বলেছেন: চাইলেই সম্ভব??

৩| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৫০

করুণাধারা বলেছেন: জীবনের চলার পথ মসৃণ হয় না, কারোর জন্যই না। তবু খুঁজে দেখুন কাঁটাঝোপের পাশেই পাবেন বুনোফুলের শোভা। হতাশা ঘিরে ধরলে মনকে দৃঢ় করে যুদ্ধ করতে থাকুন এবং জয়ী হোন।

শুভকামনা রইল।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪০

স্বপ্ন সতীর্থ বলেছেন: নিজেকে নিজের মুখোমুখি করলে একটু ঝড়ো হাওয়া উঠতেই পারে। ও কিছু নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৩১

আনিসা নাসরীন বলেছেন: জীবন নিয়ে এক একজনের ভাবনা এক এক রকম হবে এটাই স্বাভাবিক।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১

স্বপ্ন সতীর্থ বলেছেন: তাইতো জীবন এত সুন্দর। মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩০

Imtiaz Arnab বলেছেন: একটি বৃত্তাকৃতির চক্রে ঘুরছি আমরা মিলিয়ন বছর ধরে। দুনিয়াতে আসলাম। সময় কাটালাম। আর চলে গেলাম। জীবনের প্রকৃত আস্বাদন আমরা খুঁজে দেখতে নারাজ। এটাই ট্রেডিশান হয়ে গেছে। সকল সামাজিক ও রাষ্ট্রীয় নিয়মাবলি এই ট্রেডিশানকে সিস্টেম বানিয়ে বসে আছে।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪২

স্বপ্ন সতীর্থ বলেছেন: জীবনটা সত্যিকার অর্থে অনেকটা বোধহয় এমনই। নয়তো হাজার হাজার বছর মানুষ একই পথে হাঁটবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.