নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধচোখে তাকাই, চোখাচোখি হয়.... দেখা হয়না কখনো, কোনদিন......

স্বপ্ন সতীর্থ

কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......

স্বপ্ন সতীর্থ › বিস্তারিত পোস্টঃ

দুপুরজল

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:১৭

দুপুর একটি দিনের এমনই এক অধ্যায় যেখানে এসে ঝিমিয়ে পড়তে চায় জীবন। রাত তো নির্জন - দুপুরটা তার চেয়েও বড্ড বেশি নির্জন। ঋতুতে ঋতুতে বদলায় এ দুপুরের স্বাদ। দুপুরেরও কিছু শব্দ আছে, ঘ্রাণ আছে। শব্দের ছায়া ধরে দুপুরকে চিনে নেয়া যায়।প্রতিটা দুপুরই ভিন্ন।পাখির ডাক আলাদা, বাতাস আলাদা, উত্তাপও আলাদা। চুপি চিপি নেমে আসা বৃষ্টির গন্ধটাও আলাদা। আমিও প্রতিটা দুপুরে আলাদা হয়ে থাকি। কবিতার কাছে এ দুপুর সহসা জাদুর মতো আসে কখনো। কখনো বা কবিতার শত্রু। কিছু দুপুর নিছক গুম হয়ে যায়- তারা আর ফিরে আসেনা।এ দুপুরগুলো খরচ হয়ে যায় জীবনের খাতা থেকে। নিজেকে একলা পেয়ে যাবার মতো অবসর রচনা করে এই দুপুর। কিন্তু সেই অবসরেই নিদারুণ বেদনা হয়ে অন্যকোন দুপুরের দিনে নিয়ে যেতে চায়।সুপ্রিয় অন্ধকার কে এক ঝটকায় ফিরিয়ে দেয়ার ক্ষমতা রাখে এই দুপুর। এ জীবনকে যতদিন ধরে চিনি ততদিন ধরে জীবনের অনেক দুপুরকে নষ্ট হতে দেখেছি। দুপুরের সঙ্গে সঙ্গে আমিও নষ্ট হয়েছি অতীতের আগুনে পুড়ে।অচেনা সে আগুনে নিজেকে দাহ্য বস্তু হিসেবে আবিষ্কার করেছি বারবার। দুপুরকে আজীবনই নির্জন দেখেছি। শৈশবে দেখেছি, যৌবনও পার করছি দুপুর নির্জনতা। তবু হঠাৎ আলাদা এক দুপুর তার ভিন্নতা দিয়ে বেঁধে রাখে আমাকে। সব ব্যথা ভুলে দুপুর তার দূরবীনে আমার চোখ কে টেনে নিয়ে যায়। জীবন দৌড়ের ফাঁকেফাঁকে কিছু দুপুরকে পেয়ে যাই স্বতন্ত্র ভাবে।নিজের একটা দুপুর হয়ে অনেক অতীত থেকে যায় মনের আড়ালে..

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: দুপুর সময়টাই নাকি আশ্চর্যের সময়।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

স্বপ্ন সতীর্থ বলেছেন: মধ্যদুপুর আশ্চর্য সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.