নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
এইযে এখন যাচ্ছি পুড়ে ভীষণ অভিমানে...
একলা সওয়া ব্যথাগুলোর নেই কি তবে মানে??
দূরত্বটাই বাড়ে কেবল? কাছে আসা হয়না ঠিক?
মেঘ আকাশে ক্লান্ত শোনায় দেয়াল ঘড়ির টিকটিক..
আমার কেবল রাত হয়ে যায়, আমিই কেবল একলা হই..
পাশাপাশি হাঁটি তবু আমিই কেন নিখোঁজ রই??
সত্যি যখন নিখোঁজ হবো, খুঁজবেনা কেউ জানি তা..
নিজের কাছে নিজেই খুঁজি বেঁচে থাকার ভণিতা...
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৫
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
২| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৬
শূন্যনীড় বলেছেন: খুব কষ্টের লেখা। ভালো লিখেছেন +++
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৫
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের কাছে নিজেই খুঁজি বেঁচে থাকার ভণিতা.. হুম
খুব সুন্দর লিখেছেন স্বপ্ন