নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
জানালায় গলে পড়া একচিলতে শহুরে রোদ
ভাসিয়ে দেয় পাখির ছোট্ট ঘর।
ঘরের আসবাব, গুলগুলি-দোর
কড়ামিঠে স্বপ্ন, দেয়ালের নীল,
খয়েরি জামা,বিবর্ণ বালিশ
থৈথৈ রোদে ভাসছে সব;
একলা পাখির কলরব ডুবছে শুধু।
তৃষ্ণাতুর প্রাণ
শহরের গোধূলিতে স্বাদ খুঁজে বড় তেতো সেই স্বাদ।।
পাখি ঘুমায়,পাখি জাগে
চিলেকোঠায় নির্ঘুম একা কাঁদে
তবু কখনওই তবু কখনওই হয়না দেখা
বারান্দার কার্নিশ,
পাখায় লেগে থাকা দিনের অবসাদ।।
হাহাকার পাখি, রোদ পড়ে গেছে
অন্ধকার বাড়ে,
পাখি পায়না টের..
অন্ধচোখে তাকায়
চোখাচোখি হয়
হয়না কখনওই দেখা আলোর উৎসব।।
©somewhere in net ltd.