নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
ঢাকা বিশ্ববিদ্যালয়!!
একটি জীবন্ত কমেডি সিনেমার নাম। পুরো সিনেমাতেই আপনি কে সত্য আর কে মিথ্যা- সেটা মিলানোর বৃথা চেষ্টা করে অবশেষে সিনেমা দেখার আগ্রহ নষ্ট করে ঘুমিয়ে পরবেন। যেমনটা আমরা তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা প্রতিদিন দেখেও না দেখার অভিনয় করে, কিছু বলতে চেয়ে- বলতে না পারার অভিমান নিয়ে ঘুমিয়ে পড়ি। রোজ প্রতিবাদী হতে ইচ্ছে করে, নিজের অধিকারের কথা চিৎকার করে বলতে ইচ্ছে করে। কিন্তু, কে শুনবে আর সাহস করে কে বলবে??
কেউ নেই এখানে, এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে কেউ ভালোবাসে না। আমরা কেউ ভালোবাসতে পারি নি আজও। সত্যিকার অর্থেই প্রিয় ক্যাম্পাসকে আমরা ভালোবাসতে পারলে আজকে গোটা জাতির কাছে আমাদের লজ্জিত হওয়া লাগতো না।
আপনাদের যাদের ঘাম আর শ্রমের পয়সায় আমরা এখানে পড়াশুনা করছি, আপনারা আমাদের ক্ষমা করবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: চুপ করে শুধু দেখে যান।