নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
একদিন খুব ভোরে বেরিয়ে পড়বো। কাঁধে একটা ছোট্ট ঝোলা আর হাতে ইউকেলেলেটা নিয়ে। হেঁটে হেঁটে রেলস্টেশন, লঞ্চ ঘাট কোন একটাতে যাব। পায়ের উপর বিশ্বাস নিয়ে। অথবা হাঁটতে পারি। সত্যিকারের গন্তব্যহীন চলা। যেতে যেতে গাইবো। গলা ছেড়ে গাইবো।
গাইতে গাইতে কোন এক বাড়ির শান্ত স্নিগ্ধ উঠোনে গিয়ে দাঁড়াব। গান শোনাবো। মায়াবতী কোন গৃহিণী হয়তো থালা ভর্তি করে খেতে দেবে। খেয়ে উঠে শুকরিয়ায় দু হাত তুলে দুয়া মাঙবো। তারপর আবার নিরুদ্দেশ যাত্রা।
গাইতে গাইতে বলবো,
'ভালবাসো মানুষকে। মরছে মানুষ, মানুষ বাঁচাও মানুষকে।'
কোন এক প্রাচীণ বৃক্ষের নিচে গিয়ে বসবো আরো প্রাচীণ কোন বাজারে। মানুষের কাছে মানুষের গান গাইবো। মানুষের জন্য গাইবো।
ভালবাসার গান গাইবো। যে গানে খুঁজে পাওয়া যায় তিরতির জলে ভাসা শৈশব। কিংবা আদিগন্ত বিস্তৃত আকাশের মতন কৈশোরের গল্প। মানুষের কানে কানে বলে আসব উত্তাল যৌবনের গল্প। রৌদ্রছায়া, প্রেম আর বায়ান্ন তাসের গল্প।
কেউ হয়তো গালে হাত দিয়ে শুনবে সে গান। কারো মাথা ঈষৎ দুলবে গানের তালে। কেউ কেউ হয়তো ভিজিয়ে ফেলবে দুচোখ।
আমি তাদের শোনাব বুক পিঠ মিলে যাওয়া মানুষের গান। তাদের মুখের ভাষায় গাইবো আমার প্রাণের সুর।
কখনো কখনো তাদের শোনাব অন্ধকার রাত্রির ভেতরে বেড়ে ওঠা কোন কণ্ঠস্বর...
"ক্রমেই সেদ্ধ হয়ে আসে জীবন। মহুয়ার ঘ্রাণে প্রাণ ভোমরা উতলা প্রায়। স্রষ্টার হাতে ইস্ত্রি হয়ে যাওয়া মানুষগুলোও প্রেম করতে জানে। মাতালের মত ভালবাসতে জানে। সেদ্ধ হয়ে শুদ্ধ হতে না জানলেও কমতি পড়েনা প্রেমে। ক্ষণকালের জীবনেও যুগযুগ ভালবাসার ক্ষমতা রাখে এরা। কোন এক কবি বলেছিলেন 'বুক পিঠ মিলে গেলে থাকেনা কিছুই'।আমার শুধু বলতে ইচ্ছে হয় প্রেম থাকে প্রেম । বয়াম ভর্তি সর্ষে মাখানো আচারের মতন জোছনা মাখানো প্রেম। এদের হাত ভর্তি চাঁদের আলো থাকে । জগতকেও ভালবাসে এরা । অসম্ভব রকমের ভালো। কিন্তু অতীব সত্য ঘটনা হল ভালবাসার মত এদের কেউ থাকেনা। অবশ্য এর প্রয়োজনও পড়েনা খুব। এরা ভালবাসতে পেরেই সুখ পায় পরম । জয় হোক বুক পিঠ মিলে যাওয়া, ইস্ত্রি হয়ে যাওয়া সেইসব মানুষদের।"
কথা শেষ হয়ে গেলে ফের হাঁটা ধরব। পথে পথে। যে পথে পেছন ফিরতে নেই। থামতে নেই। কেবলই সামনে যেতে হয়। যে পথের শেষ প্রান্তে নেই কোন ঘর। ধূধূ প্রান্তর আর আরণ্যক রাত্রির সুখ অপেক্ষা করে আছে যে পথের শেষে। একবুক প্রেম নিয়ে আমি হাঁটব সেই পথে। প্রিয় ইউকেলেলেটা টুংটাং করতে করতে।
এইসব ইচ্ছেরা বেঁচে থাক...
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০০
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ। হয়তো দেখা যাবে আপনার দরোজায় দাঁড়িউএ আছি.. গান শুনাতে..
২| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:২১
সামু পাগলা০০৭ বলেছেন: বেশ তো! সুন্দর কথামালা!
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০০
স্বপ্ন সতীর্থ বলেছেন: এভাবেও ভাল থাকা যায়..
৩| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
বাউলীয়ানার দারুন স্বপ্ন
+++
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০১
স্বপ্ন সতীর্থ বলেছেন: স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়..
৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সবাই ইচ্ছে এমনই হওয়া উচিত।
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: একদিন না একদিন সবাই চায় তো। আপনি চাননি?
৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০১
দিপু দিপু বলেছেন: সুন্দর করে লিখেছেন। অনেক ভাল লাগলো।
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৪
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ অশেষ...
৬| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: সুন্দর ছিল, চালিয়ে যান। :-D
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৪
স্বপ্ন সতীর্থ বলেছেন: আপনার মঙ্গল হোক..
৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ২:১৪
মনিরা সুলতানা বলেছেন: ইচ্ছে ফড়িঙ !!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
স্বপ্ন সতীর্থ বলেছেন: ইচ্ছেগুলো ইচ্ছেমতো হয়না পূরণ...
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:০২
মুক্তমনা অগ্রদূত বলেছেন: অনেক ভালো লাগলো...শুভ কামনা