নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
কারাসের গান গাইতে গাইতে টিএসসি যাই হেঁটে,
স্বপন মামার চায়ের স্বাদে উদাস সময় কাটে।
চুমুকে চুমুকে বাড়ে উচ্ছ্বাস, হৃদয়ে কোলাহল,
ঘরে ফেরার তাড়া কীসের, আছেই খোলা হল..
টিএসসির মাঠ সবুজ ঘাসে, শুয়ে দেখি আকাশ,
কী হাহাকারে জানিনা হায় বেরোয় দীর্ঘশ্বাস।
ক্যাফেটেরিয়ার এক টাকার চা, নোনতা সিঙ্গারা,
বারান্দাতে চোখে চোখে কাড়ছে মন কারা??
গলা ছেড়ে গাইছে কে ওই মন হারানোর গান,
রাজুর নিচে কেউ ধরেছে বিপ্লবী স্লোগান..
শেষ মিনিটে বাসের জন্য ছুটছে কাঁধে ব্যাগ,
চোখে মুখে স্বপ্ন নিয়ে পুষছে কোন আবেগ..
ছেড়ে যাবার আসবে সময়, নেই তো দিন আর বাকী,
একদিন সব পড়বে মনে, যাপনে যা আঁকি..
এইখানে এই বটতলা, এই যে কলাভবন,
লিফটের লম্বা লাইনে থেকে খুচরো আলাপন..
জবুথবু দাঁড়িয়ে থাকা লেকচার থিয়েটার,
মধুতে এসে ‘জয় বাংলা’ হৃদয় নিংড়ানো চিৎকার..
ফটোকপি করতে গিয়ে হৃদয় কপি হয়,
শ্যাডো নামের এই জায়গাটার এটাই পরিচয়..
বট তলার ছায়ায় বসে তেঁতুল-কলা ভর্তা,
খেতে খেতে হঠাৎ পাওয়া ‘ক্লাস ক্যানসেল’ বার্তা..
কেউ ছুটেছে হলের পানে, কেউবা ভিসি চত্বর,
বঙ্গবন্ধু হল পৌঁছাব পেরিয়ে বিজয় একাত্তর..
মলের মাঠে রাতের ক্রিকেট, বৃষ্টি দিনের কার্জন,
রোকেয়ার গেটের ওপাড় থাকে বুকে থাকার জন..
পথযিশুদের ফুলের মালায় স্বপ্ন বোনা যায়..
ঠোঁটে না থেকে কারো হাসি থাকে ওই খোঁপায়..
জহু হলের পুকুর জুড়ে ইচ্ছে দাপাদাপি,
গেস্টরুমে ঝাড়ি খেয়ে ভয়ে কাঁপাকাঁপি..
মন খারাপের রাতগুলোতে হলের ছাদ আর আকাশ,
রাত বিরেতে ক্যাম্পাস জুড়ে স্মৃতির চাষবাস..
গনরুমের গাদাগাদি, ঘুমের জন্য লড়াই,
হেঁড়ে গলার গানের দলের বিশ্ব জয়ের বড়াই..
ছারপোকা পোষে, বাঁধন করে, রক্তদাতা লোক,
অবাক জীবন যাপন, তবু স্বপ্ন সত্যি হোক...
নানান বিষয় আলোচনায় করছে তর্ক যুদ্ধ,
হঠাৎ দেখে কেউবা কোন অষ্টাদশীতে মুগ্ধ..
শহীদ মিনারে একুশ পালন, বৈশাখ চারুকলায়,
বিজয় দিবস , ডিউটিএস, কামলা বইমেলায়..
মনে পড়বে একদিন ঠিকই, বাড়বে হাহাকার,
এখন যেমন বাতাসে ভাসে ব্যথা, আহা কার?..
তবু সেইদিন তোমার বুকে আসতে দিও প্রিয়,
তোমার সাথে প্রাণ বেঁধেছি, 'ক' ' মূর্ধন্য ষ' ক্ষ..
ভালো থাক প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রাণ প্রাঙ্গণ,
ভালো থাকুক কৃষ্ণচূড়া , শত বছরের এই অঙ্গন।
অপরাজেয় বাংলা, অপরাজেয় ঢাবি , জয়তু জয়তু জয়..
বুকের ভেতর বাংলাদেশটা চিনুক বিশ্বময়….
১১/০৫/২০১৮
বঙ্গবন্ধু হল
২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: প্রতিটা শব্দে ক্যাম্পাসের প্রতি আপনার ভালোবাসা ফুটে উঠেছে।
৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২২
খালেদা শাম্মী বলেছেন: আহা! দারুণ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রিয় ক্যাম্পাস নিয়ে অসাধারণ কাব্য।