নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধচোখে তাকাই, চোখাচোখি হয়.... দেখা হয়না কখনো, কোনদিন......

স্বপ্ন সতীর্থ

কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......

স্বপ্ন সতীর্থ › বিস্তারিত পোস্টঃ

ডাইরির পাতা থেকে -০১

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২



সন্ধ্যা নামছে। আকাশের রঙ বদলে যাচ্ছে ধীরেধীরে। গাঢ় সন্ধ্যায় আকাশের রঙটাও গাঢ় নীল হয়ে যায়। প্রতিদিনই হয়। আমাদের সময় হয়না দেখার। অনেকগুলো পাখি উড়ে গেল একসাথে মাথার উপর দিয়ে। ট্যাঁ ট্যাঁ শব্দ করতে করতে। টিয়ে পাখি। আমি বসে আছি বিলের ধারে। বিলের ঠিক মাঝখানটাতে একটা মাটির সড়ক আছে। ঠিক সড়ক বলা যাবেনা। বাঁধের মতন। দুটো বিলকে আলাদা করেছে এই পথটা। বড় বিল আর ছোট বিল। এই বিল দুটোর উল্টো নাম কে রেখেছিল কে জানে। আয়তনে ছোট বিল বড় আর বড় বিল ছোট। আশপাশটা একদম ফাঁকা। কেমন মন খারাপ করা একটা আবহাওয়া। আকাশের রঙ এখন গাঢ় নীল। আমি পূর্ব দিকে মুখ করে বসে আছি। দূরের বাড়িগুলো ধীরে ধীরে কালো একটা রেখায় বদলে যাচ্ছে। আমি চুপ করে বসে আছি। কোথাও কোন শব্দ নেই। চোখ বন্ধ করলাম। অন্য একটা জগতে ঢুকে পড়লাম আমি। সত্যিকার জগতের বাইরে আরেক সত্য জগত। আমার আয়না জগত। আগের সুফি সাধকরা যেমন মোরাকাবায় বসতেন। আমার জগৎটা মোরাকাবার মতনই। নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো আরকি। নিজের বিচার নিজেই করা। কত কঠিন কঠিন শাস্তি পেয়েছি নিজের কাছ থেকে। এভাবে ভাল থাকা যায়। আমার যখন খুব একা লাগে। খুবই একা লাগে তখন আমার আয়না জগৎ খুলে বসি।
আমি চোখ মেললাম। আকাশে মস্ত গোল একটা চাঁদ। বাহ! চারপাশটা একদম বদলে গেছে। কী অপূর্ব এক দেশে আছি আমি। কৈশোরকালে পড়া 'আরণ্যক' উপন্যাসের দৃশ্যপট ভাসছে যেন চোখে। চাঁদের আলোর এক অদ্ভুত ক্ষমতা আছে। সব কিছু কেমন মায়া মায়া লাগে। মনে হয় সব পরিষ্কার দেখতে পাচ্ছি। যখনই একটু ভালভাবে দেখতে যাব সাথে সাথে সব কেমন ঘোলাটে হয়ে যায়।
আমার এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। টিউশনিতে যেতে হবে। জীবন এমন বন্দী কেন????

ডাইরির পাতা থেকে...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৫

রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে .....।

২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০২

মীর সাজ্জাদ বলেছেন: ডাইরির পাতার সাথে কথা বলতে বলতে কখন যে আমরা সেই ফেলে আসা দিনগুলোতে ফিরে যাই তা আমরা নিজেরাও জানিনা।

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

লাবণ্য ২ বলেছেন: চমৎকার লিখেছেন।

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: আগামী জানুয়ারিতে প্রধানমন্ত্রীর শপথ নিবেন খালেদা জিয়াঃ দুদু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.