নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
এই আমিটা অন্য আমি,
এই আমিটা আমি না...
এই আমিটা বিকোচ্ছে খুব
এই আমিটা দামি না।
এই আমিটা পথ চেনেনা,
এই আমিটা চোখ কানা,
এই আমিটা সুযোগ পেলেও
'কানা'ই তোলে 'ছক্কা' না।
এই আমিটা কেমন যেন
ছন্নছাড়া, পাড় মাতাল,
এই আমিটা বুকের ভিতর
গড়ছে দুঃখের হাসপাতাল।
এই আমিটা তোমায় নিয়ে
কাব্য রচে রোজ রাতে,
এই আমিটা নিজের সাথে
রাগে পারে গজরাতে!
এই আমিটা কাঁদতে জানে
হাসলে ঝরে মুক্তারা,
এই আমিটা মরতে চাইলে
বাঁচায় তাকে শুকতারা।
এই আমিটা এমনই থাক
যেমন আছে দলছাড়া,
এই আমিটার চোখগুলো হোক
শুকিয়ে খাক, জলছাড়া!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
স্বপ্ন সতীর্থ বলেছেন: আপনার মঙ্গল হোক।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১২
শুভ পাটগ্রাম বলেছেন: চমৎকার হয়েছে।
----------
এই আমিটা সবচে দামি
নিজেকে যে লুকায় না;
এই আমি'টা আমার মত
এই আমি টা বিকায় না।
-----------
inspired
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
স্বপ্ন সতীর্থ বলেছেন: বাহ! দারুণ লিখেছেন। শুভেচ্ছা....
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
স্বপ্ন সতীর্থ বলেছেন: আপনার মঙ্গল হোক
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
নজসু বলেছেন: কতটা যে ভালো লাগলো আর মজা পেলাম তা আমি বুঝিয়ে বলতে পারবো না।
অসাধারন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: ভাল লাগার জন্য আমি দায়ী এটা জেনে আমারও ভাল লাগছে। দুইয়ে কাটাকুটি
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ আপনার জন্য
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: অভিমানের কবিতা, ভাল লেগেছে। + +
পাঠকদের মন্তব্যের প্রতি সম্মান প্রদর্শন করুন, মন্তব্যের উত্তরে কিছু বলুন। আপনার এই পোস্টের আগের কয়েকটা পোস্ট পড়ে এলাম। দেখলাম, বেশ কয়েকজন পাঠক প্রতিটিতে মন্তব্য করেছেন, কিন্তু আপনার একটাও প্রতিমন্তব্য বা উত্তর নেই। আপনার লেখার হাত মন্দ নয়, বিশেষ করে লিমেরিকগুলো ভাল লিখেছেন, কিন্তু পাঠকের সাথে মিথষ্ক্রিয়া গড়ে না উঠলে আপনার এই ভাল লেখাগুলো ব্যাপকভাবে অপঠিত থেকে যাবে। আর যদি পাঠকের মন্তব্যের উত্তর দেবার সময় হাতে নাই থাকে, তবে মন্তব্যের অপশনটা বন্ধ করে রাখুন এবং সেটা পোস্টের শেষে উল্লেখ করুন। এতে পাঠকরাও অহেতুক সময় নষ্ট করা থেকে বেঁচে যাবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
স্বপ্ন সতীর্থ বলেছেন: কী এক অসুখ পুষি ভেতরে। মন্তব্য পড়তে ইচ্ছে করে আবার রিপ্লাই দিতে দেরি হয়ে যায়...
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
শিখা রহমান বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। ছন্দে ছন্দে অভিমানের কাব্য।
শুভকামনা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
স্বপ্ন সতীর্থ বলেছেন: শুভেচ্ছা সতত.... ভালো লাগা বেঁচে থাকুক
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
আবু মুহাম্মদ বলেছেন: ভালো লাগল।