নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
ইচ্ছেগুলো ইচ্ছেমতো হয়না পূরণ কারো,
বিকেলগুলো বিক্রি করে ইচ্ছে কিনি আরো।
রোদ মরে যায়, সন্ধ্যে নামে, ইচ্ছে মরে না,
মেঘ জমে যায়, ক্লান্তি নামে, ইচ্ছে সরে না।
এক দুপুরে হারিয়ে যাব, রোদ ঝলমল দিনে,
এই ইচ্ছেটা পুষছি বুকে, অনেক দামে কিনে।
গলায় তুলে নতুন কোন মন খারাপের গান,
হাঁটতে হাঁটতে মিলিয়ে যাব ভুলে পিছুটান।
হয়তো কোন পূর্ণিমাতে জোৎস্না মাখামাখি,
পাহাড় চূড়ায় বসব আমি চাঁদের মুখোমুখি।
গান হবে, কথা হবে, হবে ফিসফিসানি,
জোৎস্না আলোয় শুদ্ধ হবো এইতো ইচ্ছেখানি।
ইচ্ছেগুলো ইচ্ছেমতো হয়না পূরণ কারো,
ইচ্ছেগুলো জমে জমে হচ্ছে কেবল গাঢ়।
জমতে থাকুক ইচ্ছেগুলো তাদের ইচ্ছেমতো,
ইচ্ছে চাষী হাসিমুখে ভুলুক ইচ্ছে ক্ষত...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
স্বপ্ন সতীর্থ বলেছেন: ভালবাসা। মঙ্গল হোক...
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
বাকপ্রবাস বলেছেন: সুপার+++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
স্বপ্ন সতীর্থ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
এ.এস বাশার বলেছেন: কবিতা ভালো লেগেছে......কবিতায় ছন্দের জাদু দেখতে পেলাম............
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: শুভেচ্ছা.... মঙ্গল হোক
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: আহ আমি যদি এমন সুন্দর করে কবিতা লিখতে পারতাম !!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
স্বপ্ন সতীর্থ বলেছেন: এর থেকেও ভাল লিখেন হয়তো....
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
মাকার মাহিতা বলেছেন: কবিতা ছন্দে ভাষার মিলনে মুগ্ধ হলাম।
কবিতা পাঠে দারুন আনন্দ পেলাম।
ধন্যবাদ কবি।