নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
চিঠি দিও হলুদ খামে
ভালবাসা ভরে,
চিঠি দিও প্রতিদিনই
ঘুম ভাঙানো ভোরে....
চিঠি দিও আমার কাছে
তোমার চাওয়া যত,
চিঠি দিও জানতে চেয়ে
কেমন আছে "ক্ষত"...
চিঠি দিও সাদা পাতায়
কালো অক্ষরে,
চিঠি দিও বিরক্তিতে,
কিংবা সখ করে...
চিঠি দিও এঁকে দিও
একটা চুমু, গোলাপ
পথের শেষে জমে আছে
এক সমুদ্র আলাপ...
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩
সনেট কবি বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১
সাইন বোর্ড বলেছেন: এ ধরণের প্রেমের চিঠি দেওয়ার দিন অাজ থেকে প্রায় ১০/১২ বছর অাগে শেষ হয়ে গেছে, তবু কবি যেহেতু চাচ্ছে, প্রেমিকার উচিৎ এরকম চিঠি লেখা । ফেসবুক, মেসেনজারে অাসলে মজা নেই ।