নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
কাছের মানুষ
কাঁচের মানুষ
যাচ্ছে কেবল দূর দূরে,
বুকের মানুষ
সুখের মানুষ
জানেওনা কার বুক পুড়ে...
এই যে কেবল
বেঁচে থাকা
এই যে কেবল দিনগোনা,
এই যে কেমন
চোখের পাতায়
স্বপ্ন নামের ঋণ বোনা .....
মানুষ গুলো
ভালো থাকুক
মানুষগুলো মানুষ হোক,
একদিন ঠিকই
বাসবে ভালো
আমার মতো মন্দ লোক...
২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মীর সাজ্জাদ বলেছেন: ছন্দের মাধ্যমে সুন্দরভাবে মানুষের ভালো চাইনেল। পড়ে ভালো লাগলো।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
মানুষগুলো ভাল থাকুক, মানুষগুলো মানুষ হোক। সুন্দর কবিতা।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জন্মের সময় সবাই ভালো থাকে। পরিবেশের কারণে মানুষ পরে খারাপ হয়ে যায়।