নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আসলেই খুব সুন্দর তা দেখার জন্য দরকার সুন্দর একটা দৃষ্টি ভঙ্গি

সিরাজুলইসলাম

আমি একজন চাকরীজিবী বেকার

সিরাজুলইসলাম › বিস্তারিত পোস্টঃ

মা-বাবার দায়িত্ব পালন করতে না পারলে মানুষ হিসাবে আমি ব্যর্থ

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭



একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তারপুত্র

তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল ।

হঠাৎ একটি কাক এসে বসলো, তার

পিতা জিজ্ঞেস করলেন, "এটা কি ?"

পুত্র বলল - "এটি একটি কাক ।" কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস

করলেন , "এটা কি ?

পুত্র বলল - "আমি তো কেবলি বললাম

এটা একটা কাক ।"

একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন,

"এটা কি ?" এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশগলায়

বলল ,"এটা একটা কাক, এটা একটা কাক ।"

এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন

"এটা কি ?"

এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের

চোটে কাঁপতে কাঁপতে চিৎকারকরে পিতাকে ধমক দিয়ে বলল "তুমি কেন বার বার

আমাকে একি কথা জিজ্ঞেস করছ ?

আমি তো তোমাকেবহুবার বললাম

এটা একটা কাক,এটা একটা কাক, চোখ নেই

তোমার,

বুঝতে পার না ?" বৃদ্ধ পিতা কোন

কথা না বলে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন ।

একটু পর ফিরে এলেন

একটা ডায়রি সাথে নিয়ে । তিনি তার পুত্র

কে বললেন "এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে ।"

"আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম । হটাৎ

একটা কাক এসে বসলো । আমার

ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করল"এটা কি?"

আর আমি ২৩ বারউত্তর দিলাম "এটা একটা কাক

।" তাকে প্রতিবার উত্তর দেবার সময়

তাকে গভীর ভালবাসায় জড়িয়ে ধরেছিলাম । আমার পুত্র আমাকে একি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস

করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ

দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি ।"

পুত্রের চোখের কোনে জল জমতেশুরু করল । পুত্র

ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায় তার

পিতাকে জড়িয়ে ধরল । আর ধরা গলায় বলল"Sorry Baba".

অনেক সময়ই আমরা আমাদের বাবা - মায়ের

সাথে খারাপ ব্যাবহারকরি, উচু গলায়

কথা বলি । কখনো কি ভেবে দেখেছেন

কি পরিমান ভালবাসা আর কষ্ট করেছেন

তারা আমাদের বড় করার জন্য ? পৃথিবীর কোনকিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ

করা সম্ভব ?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাবা মায়ের জন্য নিরন্তর ভালবাসা

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

সিরাজুলইসলাম বলেছেন: সবারই তাই হওয়া উচিৎ কিন্ত হচেছ না কেন বলুন তো ?

২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

দিশার বলেছেন: constantain pilavios এর শর্ত ফিল্ম এর গল্প না এটা ?

৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

জাহাঙ্গীর জান বলেছেন: অনেকদিন পর মনে দাগ কঁাটার মতো কিছু পড়েছি মনে হলো ।আপনাকে ধন্যবাদ ।

৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

বিষক্ষয় বলেছেন: so true

৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

মোয়ােজজম হোেসন বলেছেন: দাগ কঁাটার মতো লেখা.

ধন্যবাদ

৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট +
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.