![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন চাকরীজিবী বেকার
সন্ধা ৮.০০ টার সময় একটা সংবাদ আমাকে ঘুমাতে দিছ্ছে না । আমার মেঝো ভাইয়ের শেলক নাম 'সৈকত' বাড়ি নাটোর জেলার লালপুর থানার গোপালপুরে বাবা সেনাবাহিনির অবঃ কর্মকর্তা ও মুক্তি-যোদ্ধা, দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। দ্বাদশ শ্রেনীর ছাত্র, পড়াশোনা গোপালপুর ডিগ্রী কলেজে । সৈকত আজ আর আমাদের মাঝে নেই গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে ছিল, অনেক খোজ করেও তার সন্ধান পাওয়া যাছ্ছিলনা। আজ সকাল ১১.০০টার সময় তার সন্ধান মিলল তবে লাশের । গোপালপুর নর্থ-বেঙ্গল সুগার মিলের পার্শে মৃত দেহ দেখে মানুষ সৈকত এর লাশ সনাক্ত করে বাড়িতে খবর দেয়। শরিরে খতের চিহ্ন,গলায় ফাসের দাগ। কে বা কার তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। আমার জানা মতে আমার মেঝো ভাইয়ের শ্বশুর একজন মাটির মানুষ। তাঁকে আজ পর্যন্ত কখনো কারো সাথে গলা উচু করে কথা বলতে আমি দেখিনি। আর সৈকত তো বাচ্চা ছেলে তার আবার শত্রু কে ? তবে মেঝো ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম কিছু দিন আগে বন্ধুদের সাথে কি একটা বিষয় নিয়ে হাতাহতি হয়েছে । এটাই কারন নয় তো ? যদি তাই হয়ে থাকে অথবা অন্য যে কারনেই হোক এম ঘটনা কোন ভাবেই মানতে পারছিনা, আমি ঘুমাতে পারছিনা । এমন নিঃষপাপ একটা বালককে এভাবে পৃথিবী ছেড়ে যেতে হবে তা ভাবতে পারছিনা ।এ এক অজব দুনিয়া, আমরা এক অজব মানুষ। আমাদের মনে কোন মায়া দয়া নেই। তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব কি তার অপরাধ ? বিবেক বুদ্ধিহীন এক দুনিয়া, বিবেক বুদ্ধিহীন এক দেশ। মাফ করে দিও সৈকত আমাদের এই নিষ্ঠুর দুনিয়ার মানুষ তোমাকে বাচঁতে দিলনা, জানিনা তোমা খুনিরা ধরা পরবেকি না ! তোমার বাবা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছে দেশ রক্ষা করার জন্য কাজ করেছে। সেই স্বাধীন দেশে সবচেয়ে ভারী বস্তু (বাবার কাধঁ সন্তানের লাশ) তাঁকে বহন করতে হবে । মাফ করবেন বাবা ।।এমন একটা তাজা প্রাণ যারা কেরে নিলো তাদের বিচার কি হবে ?
২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪০
চাঁদগাজী বলেছেন:
নাটোর পাটোর শালার সন্ত্রাসীতে ভরে গেছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
খারাপ খবর, পুরো জাতির জন্য