![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গ
জাল জল আর তারকাটায় ঘেরা
নশ্বরের মাঝে সৃষ্টি ও ধ্বংসের খেলায় শূন্য
নাকি অবিনশ্বর মৃত্যুর পরও, অনার্স বোর্ডের মাঝে
তুবও তুমি, গরম নিঃশ্বাসে আলোর ভিড়ে মেঘের পরে
লম্বোদের শুভঙ্করের ফাঁকির বিশ্বাসে হারানো আপন স্বত্বা
ফেরারি মত পালিয়ে বেড়ানো নিজের মাঝে
রক্ত রঞ্জিত রাতের আঁধারে, সবসময়-সুসময় অসময়
দোটানা আর মন টানা
উত্তর নেই নিরুত্ততাপ মনে, প্রশ্নে প্রশ্নবাণ
সকালের রোদ্দুর শান্ত ও অশান্ত প্রলয়োল্লাস
শান্তি শান্তি আর শান্তির অশান্তি
ওকালতনামায় ওম শান্তিতে ওম অশান্তি ওম নৈরাজ্য
নতুবা মৃত্যুর মত শান্তি চাই,
জগতের অশান্তি থেকে রেহাই চাই
শুধু তুই আর তুই আমার মনে, আছিস আর থাকবি
ভয়ঙ্কর ভালোবাসি তোকে, ভালবাসব সারা জীবন
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৭
হরিণা-১৯৭১ বলেছেন: সুন্দর, কবিতায় আবেগ আছে