নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েদ মুনাব্বির মাহমুদ আল-মামুন

পরিবেশপ্রেমে আচ্ছন্ন

সায়েদ মুনাব্বির মাহমুদ আল-মামুন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় তুমি প্রিয়তমা

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১

অজানার ঘূর্ণিপাকে, জানা স্রোতের উল্টো বাঁকে
কান্না ভেজা, রক্তে মাখা, আবেগ ভরা অস্থির মনের স্থিরতা
রাতুল ঠোঁটের বর্তুল ভাজে, চোখের তারার মধ্যখানে
ভালবাসার অর্থ খোঁজা, আঁটকে রাখা আবেগটাকে।
কাফেলার পর কাফেলা ভাঙ্গন, গড়া, মৃত্যু আর অট্টহাসির কাফেলা
দূর থেকে দূরে দেখা, মেঘ বৃষ্টির ঝড়ের খেলা, আলোয় আলোয় অন্ধকার
আদৌবারিক হৃদয়ে দুর্বিপাকের ঘূর্ণিবাক, চির বিশ্বস্ত অবিশ্বাসের বসবাস
মসনদে মকশোই সব, সিংহাসনে আমিতে-আমি আমৃত্যু আমার আমিত্ব
শ্মশানসম নিরবতায় নিশ্চুপ সব, নিস্তব্ধতার উল্লাস নানান সুরে
রওশন ছড়ায় চিতার আগুন; লাল, হলুদ, কালো নানান ঢঙ্গের আলো
মন বাকে মনের বাঁকে, আঁকা বাকা নদীর বাঁকে, চলার পথে নতুন ভাবে
প্রহৃত, প্রতারিত, আস্ফালনের উল্লাস, নীল বেদনার নিনাদ ভাসে বহুদূর
সেদিয়ে থাকা নর্দমার কীট, নিশ্বাসের বিষে বিষাক্ত অতীত,
বিতাড়িত স্বপ্নে উপেক্ষিত সব, নিষিদ্ধের শুদ্ধতায়।
মিশুক মনের ব্যাতিচারে, শৃঙ্খল জালে আঁটকে থাকা, কোলাহলের নিস্তব্ধতায়
শুভঙ্কররের ফাঁকির ফাঁকে সাগর ছেঁচে রত্ন খোঁজা, বিকিয়ে দেয়া জীবনটাতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । অনেক বেশী খণ্ডচিত্রের সমন্বয় কিছুটা বিভ্রান্ত করেছে বটে ।


ভালো থাকবেন সবসময় :)

২| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.