নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুজে পেতে চাই, ভালোবাসা, আনন্দ, আবেগ এবং কিছু মঙ্গলময় মহাসত্যকে। »S. Nur Rahman

এস নূর রহমান

I believes that I can and I hav confidence in my own power.»S. Nur Rahman

এস নূর রহমান › বিস্তারিত পোস্টঃ

আঁধপোড়াছেঁড়া সে ডাইরির পাতা

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

অতীতের ধুলো জমা স্মৃতিগুলো
লেখাছিলো আঁধপোড়া, ছেঁড়া
সেই ডাইরীর পাতাই। তা,
স্রোতহীন পারাবারে অথই জলে
ভাসছে আজ।

তিমির রাতে চন্দ্রিমার নূরে, হৃদয়
প্রকোষ্টের শব্দ ভান্ডার থেকে অল্প
কিছু শব্দ অন্বেষন করে লিখেছিলাম
অদ্ভুত এক উপকথা। হৃদয়ের আবেগ,
সহচরদের কিছু স্মৃতি, সুখ-দুঃখ,হাসি-
কান্নার কিছু মূহুতের সন্ধানে
মনোনিবেশ করে কিছু উক্তিকে
মিলিয়ে তৈরি করছিলাম
অগোছালো কিছু বাক্য,যার নাম
দিয়েছিলাম কবিতা।
আজ তা ছোট জলধির বুকে বিলিন
হয়ে যাচ্ছে।

ছোট ছোট মনে অভিলাষ পূরণ নাহ
হয়ায় মনস্তাপ নিয়ে লেখা সে বচন।
বাবা-মার উপর রাগ করার সেই
দৃশ্যগুলোকে কি নিরুপম দিয়ে নাহ
ফুটিয়ে তুলেছিলাম আঁধপোড়া
ছেঁড়া সে ডাইরির পাতাই।
আজ তা নীলাম্বুর সাথে নিঃশঙ্কাই
কথা বলে যাছে। অকুতোভয়ে
হারিয়ে যাচ্ছে সিন্ধুর গর্ভে।
ছোটবেলার দুষ্ট-মিষ্টি, কঁচি-
কাঁচা, একটুতেই রাগকরে না খেয়ে
থাকার হুমকি। খেলার সাথীদের
অন্যায় মেনে নাহ নিয়ে তার
প্রতিবাদ করাই ছিলো যেন আসল
র্ধম, কিন্তু নিজের সময় সেই অন্যায়
কে চাঁপা দেয়ার জন্যই নাহ কত কি।
সেই মিষ্টি স্মৃতিগুলোকে বন্দি
করে রেখে ছিলাম যেথাই,তা আজভেঁসে চলেছে অর্ণবের জলে।
বারবার আজ কষ্ট পাচ্ছি, মনে পড়ছে
আঁধপোড়া ছেঁড়া সেই ডাইরির
কথা।

যেখানে প্রতিদিন প্রসার
ঘটছিলো স্মৃতির রূপকথার। আর
যেথায় ঠাঁই পেয়েছিলো তোমার
উপাখ্যান। তোমাকে অভিপ্রায়
করে লিপিবদ্ধ করা ছিলো কিছু
সমাচার। যার জন্য প্রয়োজন ছিলো
নাহ কোনো টোল এর। শুধু তালাশ
ছিলো তোমার একটু
ভালোবাসার। তোমার প্রেমের
নিবিড় ছায়াই একটু ঠাঁয় চেয়ে
ছিলাম অকর্মা এই আমি।
কিন্তু তোমার দৃর
বাদানুবাদে, নিঃসঙ্গ হয়ে ঘুড়ছি
আমি কানন মাঝে। নির্বোধ আমি
তাই ঠাঁয় দিয়ে ছিলাম তোমার
স্মৃতির গল্প, আমার সেই আঁধপোড়া
ছেড়া ডাইরির পাতাই।
কখনোই বুঝিনি আমি তোমার
অভিলাষ।তুমি যে চেয়েছো
ঐশ্বর্য,নামডাক, যশ,প্রখ্যাতি।যাকে
নাহ বুঝেয় তৈরি করেছিলাম আমার
হৃদয় সম্রাজে তোমার জন্য বিশালএক
কুঠির। যেখানে দুরবস্থা ছিলো
নামডাক,যশ,প্রখ্যাতির।কিন্তু
কখনো অভাব হয়নি আমার
ভালোবাসার।
তাই আমার অন্তরের বর্ণ দিয়ে
বর্ণবিন্যাস করেছিলাম তোমার স্মৃতি,
আমার সে আঁধপোড়া ছেঁড়া
ডাইরির পাতাই।

আর আঁধপোড়া ছেঁড়া সে ডাইরির
পাতাগুলো বারবার যে আমাকে
মনে করিয়ে দিত তোমার সাথে
অতিক্রম করা ছোট ছোট মূর্হুতগুলো।
আর বারবার আমাকে কাঁদিয়ে চলে
যেত কোনো এক অসীম শুন্যতাই।
যাকে আমি কখনো ছুঁতে
পারনি,পারছিও নাহ।ঐ যে বলেনা, বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া। ঠিক তেমনটাই যেন করছিলাম নির্বোধ আমি।
তাই সমুদ্রের জলে আজ ভাঁসিয়ে
দিয়েছি আমার আধঁপোড়া ছেঁড়া
ডাইরির পাতাগুলো।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.