![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের চিন্তা জগতে ঘটলো এক নতুন বিস্ফোরণ । মিখাইল বাকুনিনের “গড এন্ড স্টেট” এর আগে কেউই অনুবাদ করার সাহস কিংবা আগ্রহ দেখাতে পারে নি। আমি, প্রবাল এবং রাগীব এই তিনজনের অক্লান্ত পরিশ্রম আর শিহাব ভাইয়ের উৎসাহ উদ্দীপনায় বইটি অবশেষে বাংলা ভাষায় প্রকাশিত হলো। মেসবাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি বই প্রকাশে সাড়া দেয়ার জন্য।আগামী রোববার বইটি আমার হাতে এসে প্যেঁছবে। বইমেলায় বইটি পাবেন অঙ্কুর প্রকাশনীর স্টলে (স্টল নং-১৬৮ ~১৭০)। অার রকমারি থেকে কিনতে চাইলে ০১৫১৯৫২১৯৭১ নাম্বারে ফোন দিয়ে প্রকাশনী আর বইয়ের নাম বললে বই আপনার ঠিকানায় চলে আসবে। আশা করি বইটি সবাই পড়বেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ভেরি গুড জব।