নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

একজন ফাংগাই!

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

একজন ফাংগাই!



কি বলবে আমায়!



কি বলো আমায়?



বেশ্যা ! নাকি ভদ্দর লোকেদের মতো- সেক্স ওয়ার্কার!











বলতে পার, কঙ্গো জঙ্গলের ময়লা খেকো ফাংগাই,



গাছের ময়লা, গাছের ঘাম চেটে পুটে খাওয়া



না প্রানী না উদ্ভিদ!







শহরের ঘুপতি গলির বাঁকে কিংবা-রাস্তার পাশে বুক চিতিয়ে থাকা ডাস্টবিন;



তার বুকেই সব ঢেলে দাও তোমরা তোমাদের যত জঞ্জাল,



তোমাদের সুচীতার জন্যই সভ্যতার এত আয়োজন। আমিও কি সে রকম!







তোমরা যারা আমায় দোজখের খড়ি-কাঠ ভাবো,



আমার শরীরের ভাজে ভাজে দেখো পাপের তুমুল পর্বত;



অসভ্য-ইতর ভেবে যারা নির্মূল কর আমার সব আবেগ-ভাল হওয়ার বাসনা!







আমায় কি বলে ডাকো- বেশ্যা , ছেনাল......নাকি আরও ভাল কিছু?







আমায় কি বল তোমরা!







তোমাদের মনের ,তোমাদের যৌবনের দগদগে লালায় ভিজে



আমিও তো তোমাদের মানুষ বানাই,



তোমাদের ময়লা ,তোমাদের মনের ক্ষুধা মিটিয়ে হই দেহপসারিনী;বেশ্যা!



তোমাদের করি সভ্যতার সভ্য মানুষ!







তোমাদের দেহের, তোমদের মনের ,তোমাদের চোখের ইতর-অসভ্যতাকে



নিজের চিতিয়ে থাকা বুকে ধারন করি,সমস্ত পাপ-কামকে চেটেপুটে করি চকচকে,



আলোর মানুষ আলোয় ফিরে যায়,আমার অন্ধকার ছেড়ে!







আমিও তো ময়লা খেকো ফাঙ্গাই বলতে পারো সভ্যতার অরন্যে ,



ময়লা ঘাম খেকো না প্রানী না উদ্ভিদ! কি বলবে তোমরা!



সভ্যতার মানুষগুলো যা বলে তা-ই!



নাকি না মানুষ না জানোয়ার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.