![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বেলার মানুষ!
একবেলার এ সন্ন্যেসী জন
আর এক বেলায় শুন্য
একবেলাতেই দেউলিয়া হয়
কিংবা কামে পুর্ন!
একবেলায় এ কামুক মানুষ
আর এক বেলায় রিক্ত
এক বেলাতেই ভগা ভজে
পূন্যতে হয় সিক্ত!
একবেলার এ এলে-বেলে
আর এক বেলায় সোজা
একবেলাতেই লোভ ছেড়ে হয়
দংশিত এক ওঝা!
একবেলার এ ধনী মানুষ
আর এক বেলায় কাঙ্গাল
এক বেলাতেই সকল ভুলে
হয় সাচ্চা বাঙ্গাল
©somewhere in net ltd.