![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
প্র্রেমের ছড়া!
ভাবছো কেন তোমায় আমি
কষ্ট দেব সোহাগ নয়!
আমার তরে হতে কেন
ধড়ফড়ানি,এত্ত ভয়!
ভাবছো তুমি তোমার আকাশ
নেব কি-না লুটে!
কিংবা তোমার হাতটি ছেড়ে
যাব আমি ছুটে!
ভাবছো কেন তোমার জন্য
সবটুকু মোর মেকি!
তোমার জন্য আমি মিছে
সব কিছু মোর ফাঁকি!
তোমার জন্য মরতে পারি
বলবনা এক রত্তি!
তোমায় শুধু ভালই বাসি
এটাই ভেব সত্যি!
ভাবছো কেন তোমায় আমি
কষ্ট দেব সোহাগ নয়
আমার তরে হতে কেন
এখনোও তোমার ভয়!
ভয় ঠেলে দাও, ভাবনাগুলোও
রাখি মোরা হাতে হাত
ভাবনা মিছে ; জয় করি আজ
আঁধার শেষে সুপ্রভাত
©somewhere in net ltd.