![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
একটি পাখির মৃত্যু এবং
পাখিটা মরে গেল,নিজের শেষ পরিশ্রম ব্যার্থ হলো শিকারীর গুলিতে;
ওর দেহে, বুকে তীব্র ক্ষত,রক্তের সাতার, -নিথর নিরব দেহে শুধুই অভিমান।
পাখিটা রেখে গেল শিকারীর জন্য সামন্য হাড্ডি -মাংস! নে খেয়ে নে,
চুলোয় তুলে ঝলসে দে আমার ছানা গুলোর কচি স্বপ্ন।
পাখিটা মরে যায়,পাখিটা আর উড়বেনা আমাদের আকাশে, শিকারীর বন্দুক
আর ছোবেনা অমন তুলতুলে শরীর,পাখিটা ..........রেখে যায় অভিমান;
রেখে যায় অজানার কাছে তার অনাথ ছানাগুলোকে।
শিকারী হাঁসে ...................... ! পাখিটা অবাক চেয়ে থাকে-
সাড়া-শব্দহীন চোখে আর প্রতিশোধে ফুঁসে ওঠে ..............
........অপেক্ষা শিকারী হয়ে জন্মাবার জন্যে,অপেক্ষা পুনর্জন্মেের!
২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯
তক্ষকঁ বলেছেন: ধন্যবাদ Click This Link
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।