![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মেঘের প্রতি !
দেখিনু চাহিয়া গভীর ধিয়ানে, মেঘের মুখটা ভারী
আকাশের বুকে থামিয়া কাঁদে মেঘ দল সারি সারি।
কবেকার কোন মাতম লহিছে বুকের ধামে চেপে
আকাশের কোনে বজ্র মাতমে উঠিছে কেঁপে কেঁপে!
দেখিনু পাখিরা ডানার ঝাপটায়, মেঘ দল সরায়িয়া,
উড়িছে করিতে অপরজনায়, আজিকে পরকিয়া!
বাতাসের খেলা থামিয়াছে হায় মেঘেল কষ্ট বুকে,
প্রিয়জন তারি বিলাপে কাতর , মরিছে ধুঁকে ধুঁকে!
আজিকার মেঘ মন ভারি তার, অভিমানে ঢাকে মুখ
আকাশের মাঝে হারায়ে ফেরে ভরা যোবনের সুখ!
দেখিনু চাহিয়া থমথমে মেঘ, ছোটেনা তাহার রথ
এখনো বসে ঝরা পাতাদল, শুন্য বন পথ।
আজিকে আমার মন ভাল নাই, মেঘের কষ্ট দেখে
আমার আমিকে রাঙ্গাই কেবলই, মেঘের কষ্ট মেখে!
মেঘ! মেঘ! তুমি আবারও হাসো , আবার সুখী হও
আবার আকাশে, পাখির ডানায়, বিশালের কথা কও!
তোমার মনে চাপিয়া যাবো প্রান ভোমরার বাড়ী
এস হে ব্ন্ধু , তোমার তুমিতে ,অভিমান সব ছাড়ি!
©somewhere in net ltd.